আরও পড়ুনঃ মৃত স্বামীর বুকে মাথা রেখে কান্না, ৩ মিনিটের মধ্যে শেষ স্ত্রী-ও! মারাত্মক কাণ্ড
তবে এর একটি সমস্যা হল সাধারণত সোলার প্যানেল একটি জায়গায় একমুখী করে স্থাপন করা থাকে। অন্যদিকে সূর্য তার নিয়ম অনুযায়ী চারদিকে ঘুরতে থাকে। তাই স্থাপন করা সোলার প্যানেল সূর্য থেকে কয়েক ঘণ্টা তাপ গ্রহণ করতে পারলেও সূর্য ঘুরে গেলে তা থেকে পুরোপুরি এনার্জি সংগ্রহ করা সম্ভব হয় না। ফলে রাতের শেষ ভাগে ব্যাটারি আর তেমন ব্যাকআপ দিতে পারে না। এই সমস্যার সমাধান হবে সোলার ট্র্যাকার মুভমেন্ট। বিপি পোদ্দার ইনস্টিটিউটের কয়েকজন ছাত্র-ছাত্রী অভিনব এই সোলার প্যান্ডেলের মডেল তৈরি করলেন। এর মাধ্যমে সৌরশক্তি কাজে লাগিয়ে দ্রুত ও কার্যকর উপায়ে সূর্যালোক থেকে সৌরশক্তি সম্ভব হবে।
advertisement
অভিনব এই পদ্ধতিতে স্বাভাবিক সোলার প্যানেলের মতোই আকার-আকৃতি দিয়ে তাতে বিশেষ সেন্সর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ব্যবহার করা হয়েছে আরডিনো অনু ও মোটর। যাতে যেদিকে আলো পাবে সোলার প্যানেলটি সেদিকে ঘুরতে থাকবে। এতে সূর্য থেকে পুরো দিনে সর্বোচ্চ এনার্জি গ্রহণ করতে পারবে সোলার প্যানেল। ফলে অনেক বেশি পরিমাণে সৌরশক্তি কাজে লাগানো সম্ভব হবে।
বর্তমান সময়ে যে ধরনের সোলার প্যানেল আমরা ব্যবহার করি, তাতে দিনের শুরুতে পুরোপুরি সূর্যের আলো গ্রহণ করতে পারলেও দুপুরের পর তা থেকে ভাল আলোক শক্তি পাওয়া যায় না। এতে অনেক এনার্জি লস হয়। অথচ শিক্ষার্থীদের উদ্ভাবন করা সোলার ট্র্যাকার মুভমেন্ট প্রযুক্তিতে একই ডিভাইস দিয়ে অধিক শক্তি সঞ্চয় করা সম্ভব। এতে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপও কমবে।
জুলফিকার মোল্যা