সুন্দরবনে বিশালাকার কেউটে উদ্ধার মাছ ধরার জালে। সুন্দরবনে নদীর খাড়িতে জাল পেতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধার জালে ধরা পড়ল বিশাল আকৃতির কেউটে। বন দফতরেরর প্রচেষ্টায় সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকা থেকে সাপ উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা।
স্থানীয় সুত্রে জানা যায়, উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের বিডিও অফিসে কুড়ের মাঠের পাশে নদীর খাড়িতে ৫২ বছরের বৃদ্ধা করুণাঋষি জাল পেতে রেখেছিলেন মাছ ধরার জন্য, সেই জাল জল থেকে তুললেই চক্ষু চড়ক! মাছ নেই! আছে বিশাল আকৃতির কেউটে। যার দৈঘ্য প্রায় ৬ ফুট। দেখামাত্রই ঘাবড়ে যান ওই বৃদ্ধা।
advertisement
আরও পড়ুন, অনুব্রত-সুকন্যার আর শান্তি নেই! এবার এমন জায়গায় পৌঁছল সিবিআই, চরম আতঙ্কে কেষ্ট
আরও পড়ুন, নন্দীগ্রাম নিয়ে এবার হাইকোর্টে শুভেন্দু! ১৬ তারিখ কী হবে, পারদ চড়ছে দ্রুত
খবর দেওয়া হয় বনদফতরে। বনদফতরের কর্মীরা সেখানে গিয়ে উদ্ধার করে কেউটে। সাপ উদ্ধার দেখতে প্রচুর গ্রামবাসী জড়ো হন ওই এলাকায়। পরে বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা গিয়েছে, সাপটিকে অন্যত্র ছেড়ে দেওয়া হবে।
জুলফিকার মোল্যা