কৌশিকী চক্রবর্তী আর্টিস্টিক-এর পরিচালনায় গায়ক নচিকেতা চক্রবর্তীর নানা গান নিয়ে দীর্ঘ ৩০ বছরের এই পথ চলা উদযাপন করার জন্য রবিবার বরাহনগর রবীন্দ্র ভবনে এক বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। বেশ কিছুদিন আগে থেকেই চলছিল তার প্রচার পাশাপাশি অনলাইন এবং অফ লাইনেও চলছিল টিকিট বিক্রি।
advertisement
নচিকেতার গান শুনতে বহু মানুষ সেই টিকিট কাটেন। দূরদূরান্ত থেকেও মানুষজন এসেছিলেন নচিকেতার গান শুনতে। তবে অনুষ্ঠানস্থল রবীন্দ্রভবনে আসতেই রীতিমতো চক্ষু চড়ক গাছ। বাতিল করা হয়েছে নচিকেতার অনুষ্ঠান, রবীন্দ্র ভবনের সামনে পোস্টার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বাতিল করা হয়েছে অনুষ্ঠান কিন্তু আয়োজক সংস্থার কারোরই দেখা মেলেনি সেভাবে বলে অভিযোগ দূর-দূরান্ত থেকে আসা নচিকেতা ভক্তদের।
বিষয়টি নিয়ে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বরাহনগর এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকেও। টাকা দিয়ে টিকিট কেটে অনুষ্ঠান দেখতে এসে হয়রানির শিকার হয়ে পুলিশের কাছেও অভিযোগ জানান দর্শকরা। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এই ঘটনায় বলে জানা গিয়েছে। কেন কি কারনে অনুষ্ঠান বাতিল তার কোনও সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের তরফ থেকে। আদেও এই অনুষ্ঠান পরবর্তীকালে হবে কিনা বা যে টিকিট বিক্রি হয়েছে তার টাকা ফেরত দেওয়া হবে কিনা সে বিষয়েও ওঠে প্রশ্ন।
তবে বিষয়টি নিয়ে গায়ক নচিকেতা চক্রবর্তী জানিয়েছেন, কোন অনুষ্ঠানের পারিশ্রমিক অনুষ্ঠানের নির্ধারিত দিনের অন্তত ৪৮ ঘন্টা আগে মিটিয়ে দেওয়ার কথা। এদিনের অনুষ্ঠানের ক্ষেত্রে সেই কাজ করা হয়নি। এমনকি গায়ক নচিকেতা নিজেও এদিনের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন বলেও জানা গিয়েছে। তবে আয়োজক সংস্থা তরফ থেকে কোনও রকম যোগাযোগ করা হয়নি। এখন প্রশ্ন উঠছে, এত বড় একজন সঙ্গীত শিল্পীকে দিয়ে অনুষ্ঠান করানোর আগে কেন সবদিক খতিয়ে দেখা হল না! টাকা দিয়ে টিকিট কেটে অনুষ্ঠান দেখতে এসে কেন বিপাকে পড়তে হল দর্শকদের! অনুষ্ঠান দেখতে আসা স্থানীয় এক দর্শক সৌগত সাহা জানান, এরফলে যেমন গায়ক নচিকেতার মত মানুষকে ছোট করা হল, তেমনি ছোট করা হল বরাহনগর রবীন্দ্র ভবন-সহ এই এলাকার মানুষদেরও। নষ্ট হল সময়, অথচ অনুষ্ঠান দেখতে পারলাম না। নিরাশ হয়েই ফিরতে হচ্ছে। যদিও আয়োজক সংস্থার পক্ষ থেকে কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনা নিয়ে।
Rudra Narayan Roy






