TRENDING:

North 24 Parganas News: টিকিট কেটেও চরম হয়রানির শিকার গায়ক নচিকেতার গান শুনতে আসা দর্শকরা

Last Updated:

North 24 Parganas News: টিকিট কেটেও বরাহনগরে চরম হয়রানির শিকার গায়ক নচিকেতার গান শুনতে আসা দর্শকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: রাজশ্রী থেকে নীলাঞ্জনা, বৃদ্ধাশ্রম থেকে ও ডাক্তার, জীবনমুখী গানে আজও দর্শকদের মনে বিশেষ জায়গা রয়েছে গায়ক নচিকেতা চক্রবর্তীর। তাই নচিকেতা চক্রবর্তীর অনুষ্ঠান মানেই হাউসফুল। সকল বয়সের শ্রোতা দর্শকরা শিল্পীর গান শুনতে ছুটে আসেন। তবে এবার সেই গায়ক নচিকেতা চক্রবর্তীর নাম করে অনুষ্ঠানের আয়োজন করে রীতিমতো টিকিট বিক্রি করে টাকা তুলেও অনুষ্ঠান বাতিল করায় আয়োজক সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন দর্শকরা। চূড়ান্ত হয়রানির শিকার হতে হল দূরদূরান্ত থেকে আসা বহু সংস্কৃতি প্রেমী মানুষকে।
গায়ক নচিকেতার অনুষ্ঠান
গায়ক নচিকেতার অনুষ্ঠান
advertisement

কৌশিকী চক্রবর্তী আর্টিস্টিক-এর পরিচালনায় গায়ক নচিকেতা চক্রবর্তীর নানা গান নিয়ে দীর্ঘ ৩০ বছরের এই পথ চলা উদযাপন করার জন্য রবিবার বরাহনগর রবীন্দ্র ভবনে এক বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। বেশ কিছুদিন আগে থেকেই চলছিল তার প্রচার পাশাপাশি অনলাইন এবং অফ লাইনেও চলছিল টিকিট বিক্রি।

advertisement

নচিকেতার গান শুনতে বহু মানুষ সেই টিকিট কাটেন। দূরদূরান্ত থেকেও মানুষজন এসেছিলেন নচিকেতার গান শুনতে। তবে অনুষ্ঠানস্থল রবীন্দ্রভবনে আসতেই রীতিমতো চক্ষু চড়ক গাছ। বাতিল করা হয়েছে নচিকেতার অনুষ্ঠান, রবীন্দ্র ভবনের সামনে পোস্টার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বাতিল করা হয়েছে অনুষ্ঠান কিন্তু আয়োজক সংস্থার কারোরই দেখা মেলেনি সেভাবে বলে অভিযোগ দূর-দূরান্ত থেকে আসা নচিকেতা ভক্তদের।

advertisement

View More

বিষয়টি নিয়ে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বরাহনগর এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকেও। টাকা দিয়ে টিকিট কেটে অনুষ্ঠান দেখতে এসে হয়রানির শিকার হয়ে পুলিশের কাছেও অভিযোগ জানান দর্শকরা। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এই ঘটনায় বলে জানা গিয়েছে। কেন কি কারনে অনুষ্ঠান বাতিল তার কোনও সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের তরফ থেকে। আদেও এই অনুষ্ঠান পরবর্তীকালে হবে কিনা বা যে টিকিট বিক্রি হয়েছে তার টাকা ফেরত দেওয়া হবে কিনা সে বিষয়েও ওঠে প্রশ্ন।

advertisement

তবে বিষয়টি নিয়ে গায়ক নচিকেতা চক্রবর্তী জানিয়েছেন, কোন অনুষ্ঠানের পারিশ্রমিক অনুষ্ঠানের নির্ধারিত দিনের অন্তত ৪৮ ঘন্টা আগে মিটিয়ে দেওয়ার কথা। এদিনের অনুষ্ঠানের ক্ষেত্রে সেই কাজ করা হয়নি। এমনকি গায়ক নচিকেতা নিজেও এদিনের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন বলেও জানা গিয়েছে। তবে আয়োজক সংস্থা তরফ থেকে কোনও রকম যোগাযোগ করা হয়নি। এখন প্রশ্ন উঠছে, এত বড় একজন সঙ্গীত শিল্পীকে দিয়ে অনুষ্ঠান করানোর আগে কেন সবদিক খতিয়ে দেখা হল না! টাকা দিয়ে টিকিট কেটে অনুষ্ঠান দেখতে এসে কেন বিপাকে পড়তে হল দর্শকদের! অনুষ্ঠান দেখতে আসা স্থানীয় এক দর্শক সৌগত সাহা জানান, এরফলে যেমন গায়ক নচিকেতার মত মানুষকে ছোট করা হল, তেমনি ছোট করা হল বরাহনগর রবীন্দ্র ভবন-সহ এই এলাকার মানুষদেরও। নষ্ট হল সময়, অথচ অনুষ্ঠান দেখতে পারলাম না। নিরাশ হয়েই ফিরতে হচ্ছে। যদিও আয়োজক সংস্থার পক্ষ থেকে কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনা নিয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: টিকিট কেটেও চরম হয়রানির শিকার গায়ক নচিকেতার গান শুনতে আসা দর্শকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল