বাণীপুর লোক উৎসবের মূল মঞ্চে গান গাইছিলেন সঙ্গীত শিল্পী সোহিনি সোহা। তখনই নানা গানের মধ্যে একটি হিন্দি গানে তাল কাটে সঙ্গীতশিল্পীর। বাণীপুর লোক উৎসব মেলার অষ্টম দিনে মূল মঞ্চে চলছিল ওই গানের অনুষ্ঠান। শিল্পী শ্রোতাদের উদ্দেশ্যে যখন গান গাইছিলেন তখনই, বাণীপুর লোক উৎসব কমিটির এক সদস্যা মাইক্রোফোন হাতে তুলে নিয়ে হঠাৎই বলেন, 'এটা বাণীপুর মেলা। বাণীপুর উৎসব ও সাংস্কৃতি নষ্ট করার চেষ্টা করবেন না। এখানে হিন্দি গান নিষিদ্ধ।'
advertisement
আরও পড়ুনঃ এলাহী মেনু! চলছে দেবতাদের বনভোজন! চমকে যাওয়ার মতো কাণ্ড হাবড়ায়, ভাইরাল ভিডিও
আরও পড়ুনঃ শরীর খেলা চালু রাখতে প্রেমিকের সঙ্গে মেয়ের বিয়ে দিল মা, দিঘার হোটেলেও চলে যৌনতা! তারপর...
সংগীত শিল্পী উত্তর দেন, 'আমি এমন কোন গান করিনি যাতে বাণীপুরের ঐতিহ্য নষ্ট হবে। তিনি আরও বলেন, যদি কোনও সঙ্গীতশিল্পী অনুষ্ঠান চলাকালীন কোনও ভুল করেন, তাহলে সেটা বলার অন্য ধরন রয়েছে। এ ভাবে জনসমক্ষে বলা উচিত নয়। তবুও আমি যদি ভুল করে থাকি তবে ক্ষমা চাইছি।' অনুষ্ঠান মঞ্চেই একপ্রকার শুরু হয় তরজা। যদিও শিল্পীকে আগে থেকে সেরকম কিছুই জানানো হয়নি বলেই দাবি। মঞ্চের সামনে তখন কয়েক হাজার দর্শক রীতিমতো হতবাক হয়ে যান। তার কিছু সময় পরই দেখা যায় মঞ্চ থেকে নেমে যান সংগীতশিল্পী।
Rudra Narayan Roy