জানা গিয়েছে, গত বছর শারদ উৎসবে বরাহনগর দাদা ভাই সংঘ ক্লাবের দুর্গাপুজোয় তৈরি করা হয়েছিল সিলিকনের এই দুর্গা মূর্তিটি। যা সাড়া ফেলে দিয়েছিল গোটা বাংলায়। এরপরই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় সংরক্ষণ করা হবে সিলিকনের এই দেবী মূর্তি। তাই এবার দেশ-বিদেশের মানুষদের পাশাপাশি বিমানবন্দরে আসা যাত্রীদের জন্য কলকাতা বিমানবন্দরের টার্মিনালে সংরক্ষণ করা হল সিলিকনের এই দুর্গা।
advertisement
দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত নারীরা এখনও অবহেলিত, তাঁদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই দেবী মূর্তিটর সৃষ্টি করা হয় বলেই জানান শিল্পী। সিলিকনের তৈরি দেবী মূর্তিটি ত্রিনয়না। লাল পেড়ে সাদা শাড়ি পরা। এক হাতে শিশুকে পরম স্নেহে আগলে রেখেছেন। অপর হাতে ফুল। পাশেই প্রতীকী রূপে রয়েছে ত্রিশূল। মাথার উপরে রয়েছে দশভুজার বাকি আরও আটটি হাত।
আরও পড়ুন : দিনমজুর থেকে জনপ্রিয় ইউটিউবার হয়ে প্রথম বার বিমানে উঠলেন ৬২ বছর বয়সি প্রৌঢ়া
এখানে নারীরাই যে প্রকৃত দশভুজা তা যেন ফুটিয়ে তুলতে চেয়েছেন শিল্পী। কলকাতা বিমানবন্দরের টার্মিনালে ইতিমধ্যেই বসানো হয়েছে সিলিকনের এই দুর্গা মূর্তি। ফলে এর মধ্য দিয়ে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা যাবে বলেই মনে করেন সমাজ সচেতন মানুষজন।