TRENDING:

Netaji Subhas Chandra Bose International Airport: স্বয়ং মা দুর্গা হাজির কলকাতা বিমানবন্দরে, যাওয়া আসার পথে নিন তাঁর আশীর্বাদ

Last Updated:

Netaji Subhas Chandra Bose International Airport: সিলিকনের দুর্গামূর্তি বসলো কলকাতা বিমানবন্দরে, দেখবেন দেশ-বিদেশের যাত্রীরা তৈরি হবে সেলফি জোন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ণ রায়,  উত্তর ২৪ পরগনা: বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এবার ঐতিহ্যবাহী বাংলার দুর্গাপুজোকে তুলে ধরতে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হল সিলিকনের দুর্গা মূর্তি। বিমানবন্দরে যাওয়া আসার পথে যাত্রীরা দেখতে পাবেন এই অপরূপ মূর্তিটিকে। অতিথি, সেলিব্রেটি সহ দেশ-বিদেশ থেকে বহু যাত্রী কলকাতা বিমানবন্দরে আসেন প্রতিনিয়ত। এ বার কলকাতা বিমানবন্দরে পৌঁছেই, আসা-যাওয়ার পথে সকল যাত্রীদের এই সিলিকনের দুর্গা মূর্তি চোখে পরবে। সিলিকনের দেবী মূর্তিটির রূপ দান করেছেন প্রখ্যাত শিল্পী সুবিমল দাস।
সিলিকনের দুর্গামূর্তি
সিলিকনের দুর্গামূর্তি
advertisement

জানা গিয়েছে, গত বছর শারদ উৎসবে বরাহনগর দাদা ভাই সংঘ ক্লাবের দুর্গাপুজোয় তৈরি করা হয়েছিল সিলিকনের এই দুর্গা মূর্তিটি। যা সাড়া ফেলে দিয়েছিল গোটা বাংলায়। এরপরই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় সংরক্ষণ করা হবে সিলিকনের এই দেবী মূর্তি। তাই এবার দেশ-বিদেশের মানুষদের পাশাপাশি বিমানবন্দরে আসা যাত্রীদের জন্য কলকাতা বিমানবন্দরের টার্মিনালে সংরক্ষণ করা হল সিলিকনের এই দুর্গা।

advertisement

আরও পড়ুন : 'যৌন হেনস্থা হয়নি', শিশুকন্যাকে জার্মান চাইল্ড কেয়ারের হেফাজত থেকে ফেরত পেতে মরিয়া দেনাগ্রস্ত কর্মহীন ভারতীয় দম্পতি

দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত নারীরা এখনও অবহেলিত, তাঁদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই দেবী মূর্তিটর সৃষ্টি করা হয় বলেই জানান শিল্পী। সিলিকনের তৈরি দেবী মূর্তিটি ত্রিনয়না। লাল পেড়ে সাদা শাড়ি পরা। এক হাতে শিশুকে পরম স্নেহে আগলে রেখেছেন। অপর হাতে ফুল। পাশেই প্রতীকী রূপে রয়েছে ত্রিশূল। মাথার উপরে রয়েছে দশভুজার বাকি আরও আটটি হাত।

advertisement

View More

আরও পড়ুন :  দিনমজুর থেকে জনপ্রিয় ইউটিউবার হয়ে প্রথম বার বিমানে উঠলেন ৬২ বছর বয়সি প্রৌঢ়া

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এখানে নারীরাই যে প্রকৃত দশভুজা তা যেন ফুটিয়ে তুলতে চেয়েছেন শিল্পী। কলকাতা বিমানবন্দরের টার্মিনালে ইতিমধ্যেই বসানো হয়েছে সিলিকনের এই দুর্গা মূর্তি। ফলে এর মধ্য দিয়ে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা যাবে বলেই মনে করেন সমাজ সচেতন মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Netaji Subhas Chandra Bose International Airport: স্বয়ং মা দুর্গা হাজির কলকাতা বিমানবন্দরে, যাওয়া আসার পথে নিন তাঁর আশীর্বাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল