Telangana YouTuber: দিনমজুর থেকে জনপ্রিয় ইউটিউবার হয়ে প্রথম বার বিমানে উঠলেন ৬২ বছর বয়সি প্রৌঢ়া

Last Updated:

Telangana YouTuber: তেলেঙ্গানার গ্রামীণ জীবন এবং সংস্কৃতিকে তুলে ধরা হয় তাঁর চ্যানেলে৷ সেই চ্যানেলেই এ বার এল তাঁর প্রথম উড়ানযাত্রার ভিডিও

প্রৌঢ়া ইউটিউবার জীবনে প্রথম বার বিমানে উঠলেন ৬২ বছর বয়সে
প্রৌঢ়া ইউটিউবার জীবনে প্রথম বার বিমানে উঠলেন ৬২ বছর বয়সে
স্বপ্নপূরণের জন্য বয়স একটা সংখ্যামাত্র৷ যে কোনও বয়সেই উপভোগ করা যায় সাফল্যের স্বাদ৷ সে কথাই প্রমাণ করলেন মিলকুরি গঙ্গাভা৷ এই প্রৌঢ়া ইউটিউবার জীবনে প্রথম বার বিমানে উঠলেন ৬২ বছর বয়সে৷ ‘মাই ভিলেজ শো’ চ্যানেলের সুবাদে ইউটিউবে তুমুল জনপ্রিয় তিনি৷ তেলেঙ্গানার গ্রামীণ জীবন এবং সংস্কৃতিকে তুলে ধরা হয় তাঁর চ্যানেলে৷ সেই চ্যানেলেই এ বার এল তাঁর প্রথম উড়ানযাত্রার ভিডিও৷
ভিডিওতে দেখা যাচ্ছে চূড়ান্ত উত্তেজনা ও ভয়ে ভয়ে পা রাখছেন উড়ানে৷ তাঁকে দেখেই বোঝা যাচ্ছে তিনি প্রথম বারের বিমানযাত্রী৷ তাঁর অনভ্যস্ত হাতে সিটবেল্ট বাঁধা, উচ্চতায় ভয় পেয়ে যাওয়া, কানে তালা লেগে যাওয়া-সবই ছিল ভিডিও-র অংশ৷ অতি পরিচিত তেলুগু বাচনভঙ্গিতে তাঁর কথায় উপভোগ্য হয়ে উঠেছে সেই ভিডিও৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Milkuri Gangavva (@gangavva)

advertisement
ভাষার বাধা দূর করে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এই প্রৌঢ়া ইউটিউবার৷ নেটিজেনদের কাছে তিনি কৌতুকশিল্পীর মর্যাদা পান৷ তবে শুধু নেটমহলেই নন৷ তেলুগু ছবির ইন্ডাস্ট্রিতেও কমেডিয়ান হিসেবে খুবই পরিচিত তিনি৷ অভিনয় করেছেন একাধিক ছবিতে৷ ২০১৯ সালে তাঁর প্রথম অভিনয় ‘মল্লেশম’ ছবিতে৷ পরবর্তীতে তাঁকে দেখা গিয়েছে ‘ইস্মার্ট শঙ্কর’ ছবিতেও৷ ২০২০ সালে তিনি তেলুগু রিয়্যালিটি শো ‘বিগ বস-৪’ অংশ নেন প্রতিযোগী হিসেবে৷
advertisement
ইউটিউবার হওয়ার আগে তিনি ছিলেন ক্ষেতমজুর৷ দিনের শেষে পেতেন মজুরি৷ আজ তিনি জনপ্রিয় ইউটিউবার৷ অর্থ, সম্মান, খ্যাতি, পরিচিতি, জনপ্রিয়তা-সব তাঁর কাছে এসেছে স্বপ্নের মতোই৷
বাংলা খবর/ খবর/দেশ/
Telangana YouTuber: দিনমজুর থেকে জনপ্রিয় ইউটিউবার হয়ে প্রথম বার বিমানে উঠলেন ৬২ বছর বয়সি প্রৌঢ়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement