স্বপ্নপূরণের জন্য বয়স একটা সংখ্যামাত্র৷ যে কোনও বয়সেই উপভোগ করা যায় সাফল্যের স্বাদ৷ সে কথাই প্রমাণ করলেন মিলকুরি গঙ্গাভা৷ এই প্রৌঢ়া ইউটিউবার জীবনে প্রথম বার বিমানে উঠলেন ৬২ বছর বয়সে৷ ‘মাই ভিলেজ শো’ চ্যানেলের সুবাদে ইউটিউবে তুমুল জনপ্রিয় তিনি৷ তেলেঙ্গানার গ্রামীণ জীবন এবং সংস্কৃতিকে তুলে ধরা হয় তাঁর চ্যানেলে৷ সেই চ্যানেলেই এ বার এল তাঁর প্রথম উড়ানযাত্রার ভিডিও৷
ভিডিওতে দেখা যাচ্ছে চূড়ান্ত উত্তেজনা ও ভয়ে ভয়ে পা রাখছেন উড়ানে৷ তাঁকে দেখেই বোঝা যাচ্ছে তিনি প্রথম বারের বিমানযাত্রী৷ তাঁর অনভ্যস্ত হাতে সিটবেল্ট বাঁধা, উচ্চতায় ভয় পেয়ে যাওয়া, কানে তালা লেগে যাওয়া-সবই ছিল ভিডিও-র অংশ৷ অতি পরিচিত তেলুগু বাচনভঙ্গিতে তাঁর কথায় উপভোগ্য হয়ে উঠেছে সেই ভিডিও৷
আরও পড়ুন : সকালে ঘুম থেকে উঠেই কোষ্ঠকাঠিন্যে জেরবার? মুক্তি পেতে ডায়েটে রাখুন এই খাবারগুলি
View this post on Instagram
ভাষার বাধা দূর করে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এই প্রৌঢ়া ইউটিউবার৷ নেটিজেনদের কাছে তিনি কৌতুকশিল্পীর মর্যাদা পান৷ তবে শুধু নেটমহলেই নন৷ তেলুগু ছবির ইন্ডাস্ট্রিতেও কমেডিয়ান হিসেবে খুবই পরিচিত তিনি৷ অভিনয় করেছেন একাধিক ছবিতে৷ ২০১৯ সালে তাঁর প্রথম অভিনয় ‘মল্লেশম’ ছবিতে৷ পরবর্তীতে তাঁকে দেখা গিয়েছে ‘ইস্মার্ট শঙ্কর’ ছবিতেও৷ ২০২০ সালে তিনি তেলুগু রিয়্যালিটি শো ‘বিগ বস-৪’ অংশ নেন প্রতিযোগী হিসেবে৷
ইউটিউবার হওয়ার আগে তিনি ছিলেন ক্ষেতমজুর৷ দিনের শেষে পেতেন মজুরি৷ আজ তিনি জনপ্রিয় ইউটিউবার৷ অর্থ, সম্মান, খ্যাতি, পরিচিতি, জনপ্রিয়তা-সব তাঁর কাছে এসেছে স্বপ্নের মতোই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।