আরও পড়ুন: ১৬৮ বছর আগে আজকের দিনেই ভবতারিণী মায়ের প্রথম পুজো, দক্ষিণেশ্বর মন্দিরের অজানা ইতিহাস জানুন
নারীদের স্বনির্ভর করে তুলতে এই বিশেষ উদ্যোগ। রাজ্যের প্রত্যন্ত এলাকার সুন্দরবনের স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৯০ জন মহিলাকে সম্পূর্ণ বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি কাপড় কাটিংয়ের কাজও শেখানো হচ্ছে। নাবার্ডের এলইডিপি প্রকল্পের মাধ্যমে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার গোরাইনগর অগ্নিবীনা সংঘের সহযোগিতায় ৯০ জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল। পরবর্তীতে সংখ্যাটা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
advertisement
১৫ দিনের বিশেষ প্রশিক্ষণ শেষে নিজেদের উদ্যোগ শুরু করতে পারবেন এই মহিলারা। তার জন্য রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের মাধ্যমে তাঁদের আর্থিক সাহায্য করা হবে। পোশাক বানানোর বরাত পাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সহযোগিতা করা হবে তাঁদের সঙ্গে। এই উদ্যোগের ফলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মেয়েদের সংসারের আর্থিক উন্নতি হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। পাশাপাশি এই এলাকার মহিলারা স্বনির্ভর হয়ে উঠলে তার সামাজিক প্রভাব সুদূর প্রসারী হবে বলেও দাবি করা হয়েছে।
জুলফিকার মোল্লা