আরও পড়ুন: বারাসত স্টেডিয়ামে ম্যাচ ফেরাতে তুলে ফেলা হবে কৃত্রিম ঘাস
ছাত্রীদের বিজ্ঞান মনস্কতা, উদ্ভবনী শক্তি ও সৃজনশীলতার পাশাপাশি বিজ্ঞান গবেষণাকে উৎসাহ দিতে স্কুলে আয়োজন করা হল বিজ্ঞান প্রদর্শনী। সেখানে পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রীরা অংশগ্রহণ করে। ছাত্রীদের নিজেদের হাতে গড়া বিজ্ঞানের নানা মডেল সকলের সামনে তুলে ধরে। এই প্রদর্শনীতে ছাত্রীরা পরিদর্শনকারীদের বিজ্ঞান প্রদর্শনীর বিভিন্ন মডেলের মাধ্যমে কুসংস্কারের বিরুদ্ধে সচেতন করে।
advertisement
বাদুড়িয়ার চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতনে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করা ছাত্রীদের থেকে বিজ্ঞানের নানান বিষয় সরল ভাবে জেনে নেন সাধারণ মানুষ। উল্লেখ্য এদিন বাদুড়িয়ার চাতরা নেতাজি বালিকা বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তারই অংশ হিসেবে বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি হস্তশিল্প প্রদর্শনীরও আয়োজন করা হয়। পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেল দেখে খুশি সকলে।
জুলফিকার মোল্লা