আরও পড়ুন: বর্ষায় এনডিআরএফ-এর স্থায়ী দল পেল আলিপুরদুয়ার
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ বিজ্ঞানের প্রাকটিক্যাল ক্লাস করানোর জন্য দ্বাদশ শ্রেণির ছাত্রীদের নিয়ে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ঢুকেছিলেন শিক্ষক অর্ণব গুহ দাস। হাতে কলমে রসায়নের বিক্রিয়া করে দেখার সুযোগ পেয়ে খুশি ছিল ছাত্রীরা। কিন্তু কাজ চলাকালীন হঠাৎ ল্যাবরেটরি থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। ছুটে আসেন স্কুলের অন্যান্য শিক্ষক ও পড়ুয়ারা। জানা গিয়েছে অ্যামোনিয়ার জারে বিস্ফোরণের জেরে এই দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে আহত শিক্ষক ও ছাত্রীদের টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
advertisement
স্কুল সূত্রে খবর, দীর্ঘদিন কেমিস্ট্রি ল্যাবরেটরি বন্ধ ছিল। তার জেরেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এদিকে স্কুলে বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে অন্য ছাত্রীরা। পরিস্থিতি সামলাতে অভিভাবকদের ডেকে পাঠানো হয়। এদিকে আহত শিক্ষক ও ছাত্রীদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানা গিয়েছে।
জুলফিকার মোল্লা






