TRENDING:

North 24 Parganas News: মেলেনি শিল্পী ভাতা! হরিনাম সংকীর্তন কে বাঁচিয়ে রাখতে আবেদন শিল্পীদের

Last Updated:

তারা কেউ এসেছেন জলপাইগুড়ি থেকে, কেউ এসেছেন মালদা থেকে, কেউ এসেছেন মেদিনীপুর থেকে আবার কেউ এসেছেন নদীয়া থেকে। সারা বাংলা বঙ্গীয় নাম সংকীর্তন কমিটির উদ্যোগে এদিন অশোকনগরে অনুষ্ঠিত হল সম্মেলন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : তারা কেউ এসেছেন জলপাইগুড়ি থেকে, কেউ এসেছেন মালদা থেকে, কেউ এসেছেন মেদিনীপুর থেকে আবার কেউ এসেছেন নদীয়া থেকে। সারা বাংলা বঙ্গীয় নাম সংকীর্তন কমিটির উদ্যোগে এদিন অশোকনগরে অনুষ্ঠিত হল সম্মেলন। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার বৈষ্ণব ধর্মালম্বী মানুষ। শারদ উৎসব শেষে নানা প্রান্তে অনুষ্ঠানে অংশ নেওয়ার পর অবশেষে এদিন সকলে একত্রিত হয়ে মেতে উঠলেন বিজয়া সম্মেলনীতেও। এদিন অশোকনগর গোলবাজার হরি মন্দির থেকে একটি সুবিশাল শোভাযাত্রা বের হয়। খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তন করতে করতে অশোকনগর এর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তারা এসে পৌঁছান শহীদ সদনে।
advertisement

সেখানেই শারদ উৎসবের পর বিজয়া দশমীর মিলনকে সামনে রেখে নানা বিষয়ে আলোচনা হয়। ছিল মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাও। তবে এদিন হিন্দু ধর্মালম্বী এই শিল্পীদের মধ্যে উঠে আসলো আক্ষেপের সুর। তারা জানান, তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে শিল্পীদের ভাতা দেওয়া হলেও, সরকারি সাহায্য এখনো বহু শিল্পী পাচ্ছেন না। এদিন সম্মেলনে উপস্থিত হওয়া প্রায় হাজারখানেক শিল্পী এখনো ভাতা পাননি বলেই জানানো হয় উদ্যোক্তাদের তরফ থেকে।

advertisement

আরও পড়ুনঃ প্রিয়জনদের হারিয়ে একাকীত্ব! নিখোঁজ যুবক, প্রশাসনের দারস্থ পরিবার

এই সম্মেলন থেকেই সকলে একত্রিত হয়ে সরকারের কাছে অবিলম্বে তাদের ভাতা দেওয়ার আবেদন জানান। এই শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই আছেন যারা আর্থিক দিক থেকে সচ্ছল নয়। কোনরকমে নাম সংকীতনকে বাঁচিয়ে রাখার তাগিদেই চলে দিন গুজরান। হারিয়ে যেতে বসা বাংলা এই সংস্কৃতিকে ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন শিল্পীরা। তাই সরকারের উচিত এদের আর্থিক বিষয়ে নজর রাখা এমনই দাবি জানানো হয় সম্মেলনে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মেলেনি শিল্পী ভাতা! হরিনাম সংকীর্তন কে বাঁচিয়ে রাখতে আবেদন শিল্পীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল