সেখানেই শারদ উৎসবের পর বিজয়া দশমীর মিলনকে সামনে রেখে নানা বিষয়ে আলোচনা হয়। ছিল মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাও। তবে এদিন হিন্দু ধর্মালম্বী এই শিল্পীদের মধ্যে উঠে আসলো আক্ষেপের সুর। তারা জানান, তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে শিল্পীদের ভাতা দেওয়া হলেও, সরকারি সাহায্য এখনো বহু শিল্পী পাচ্ছেন না। এদিন সম্মেলনে উপস্থিত হওয়া প্রায় হাজারখানেক শিল্পী এখনো ভাতা পাননি বলেই জানানো হয় উদ্যোক্তাদের তরফ থেকে।
advertisement
আরও পড়ুনঃ প্রিয়জনদের হারিয়ে একাকীত্ব! নিখোঁজ যুবক, প্রশাসনের দারস্থ পরিবার
এই সম্মেলন থেকেই সকলে একত্রিত হয়ে সরকারের কাছে অবিলম্বে তাদের ভাতা দেওয়ার আবেদন জানান। এই শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই আছেন যারা আর্থিক দিক থেকে সচ্ছল নয়। কোনরকমে নাম সংকীতনকে বাঁচিয়ে রাখার তাগিদেই চলে দিন গুজরান। হারিয়ে যেতে বসা বাংলা এই সংস্কৃতিকে ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন শিল্পীরা। তাই সরকারের উচিত এদের আর্থিক বিষয়ে নজর রাখা এমনই দাবি জানানো হয় সম্মেলনে।
Rudra Narayan Roy





