আরও পড়ুন: যানজট সমস্যার স্থায়ী সমাধান চেয়ে রায়গঞ্জে বিশেষ একজন অবস্থানে বসলেন, কে তিনি?
এবারের পঞ্চায়েত ভোটে উত্তর ২৪ পরগনার কনিষ্ঠ ও উচ্চশিক্ষিত প্রার্থীদের মধ্যে অন্যতম হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছেন শঙ্খ চ্যাটার্জি। বাদু কাঞ্চনতলার জাগ্রত কল্যাণ মন্দিরের পৃষ্ঠপোষক তিনি। হঠাৎ করেই তাঁর এভাবে রাজনীতিতে পা দেওয়া অনেককেই অবাক হয়েছেন। রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে বারাসত-১ পঞ্চায়েত সমিতির ২৫ নম্বর আসনে প্রার্থী হয়েছেন শঙ্খবাবু।
advertisement
ইংলিশ অনার্সে স্নাতক শঙ্খ চ্যাটার্জির বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে সাধক এবং মাতৃ সেবক হিসেবে তিনি জেলা তথা গোটা বাংলায় এক পরিচিত নাম হয়ে উঠেছেন। তবে তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেও বিষয়টিকে তিনি আর পাঁচটা সাধারণ নির্বাচনী লড়াই হিসেবে দেখতে রাজি নন। তাঁর কাছে এটা মানুষের জন্য আরও বেশি করে কাজ করতে পারার এক সুবর্ণ সুযোগ। শঙ্খ চ্যাটার্জি জানিয়েছেন, তিনি একটি রাজনৈতিক দলের হয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেও তাঁর মন্দির সকলের অবারিত দ্বার। সেখানে দলীয় রাজনীতির কোনও জায়গা নেই। এদিকে রাজনৈতিক মহলের ধারণা, দুর্নীতি বিতর্কে জর্জরিত তৃণমূলের কাছে বারাসত এলাকায় তরুপের তাস হয়ে উঠতে পারেন শঙ্খবাবু।
রুদ্রনারায়ণ রায়