TRENDING:

Panchayat Election 2023: মাতৃসাধক থেকে রাজনীতির ময়দানে, ৩১-এই বড় চমক

Last Updated:

অল্প বয়সেই বেছে নিয়েছিলেন সাধনার জীবন। কিন্তু মাত্র ৩১ বছর বয়সে আবার বড় বাঁক বদল শঙ্খ চ্যাটার্জির জীবনে। এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: অল্প বয়সেই বেছে নিয়েছিলেন সাধনার জীবন। তবে এবার মহাভারতের শ্রীকৃষ্ণের ভূমিকাকে সামনে রেখে পা দিলেন রাজনীতির ময়দানে। জীবনের এই অবাক বাঁকবদল বাদু কাঞ্চনতলার মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জির। তাঁর দরবারে হেভিওয়েট মন্ত্রী-রাজনীতিবিদ থেকে আমলা, অনেকেরই অবাধ যাতায়াত। সেই তিনিই আপাতত মাতৃ সেবার পাশাপাশি মানব সেবার লক্ষে নতুন মঞ্চে অবতীর্ণ হয়েছে।
advertisement

আরও পড়ুন: যানজট সমস্যার স্থায়ী সমাধান চেয়ে রায়গঞ্জে বিশেষ একজন অবস্থানে বসলেন, কে তিনি?

এবারের পঞ্চায়েত ভোটে উত্তর ২৪ পরগনার কনিষ্ঠ ও উচ্চশিক্ষিত প্রার্থীদের মধ্যে অন্যতম হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছেন শঙ্খ চ্যাটার্জি। বাদু কাঞ্চনতলার জাগ্রত কল্যাণ মন্দিরের পৃষ্ঠপোষক তিনি। হঠাৎ করেই তাঁর এভাবে রাজনীতিতে পা দেওয়া অনেককেই অবাক হয়েছেন। রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে বারাসত-১ পঞ্চায়েত সমিতির ২৫ নম্বর আসনে প্রার্থী হয়েছেন শঙ্খবাবু।

advertisement

View More

ইংলিশ অনার্সে স্নাতক শঙ্খ চ্যাটার্জির বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে সাধক এবং মাতৃ সেবক হিসেবে তিনি জেলা তথা গোটা বাংলায় এক পরিচিত নাম হয়ে উঠেছেন। তবে তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেও বিষয়টিকে তিনি আর পাঁচটা সাধারণ নির্বাচনী লড়াই হিসেবে দেখতে রাজি নন। তাঁর কাছে এটা মানুষের জন্য আরও বেশি করে কাজ করতে পারার এক সুবর্ণ সুযোগ। শঙ্খ চ্যাটার্জি জানিয়েছেন, তিনি একটি রাজনৈতিক দলের হয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেও তাঁর মন্দির সকলের অবারিত দ্বার। সেখানে দলীয় রাজনীতির কোন‌ও জায়গা নেই। এদিকে রাজনৈতিক মহলের ধারণা, দুর্নীতি বিতর্কে জর্জরিত তৃণমূলের কাছে বারাসত এলাকায় তরুপের তাস হয়ে উঠতে পারেন শঙ্খবাবু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: মাতৃসাধক থেকে রাজনীতির ময়দানে, ৩১-এই বড় চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল