আরও পড়ুন Birbhum News: সিউড়ির কালীবাড়িতে জগদ্ধাত্রী পুজোয় কুমারী পুজো
মণ্ডপের সামনেই ভিড় সামাল দেওয়ার জন্য রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আলোক সজ্জার মাধ্যমে থিম যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে। রাতের হাজার হাজার মানুষের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকেও। চার দিন ধরে চলা এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে উৎসবের রূপ নিয়েছে অশোকনগর।
advertisement
চন্দননগর কৃষ্ণনগরের পাশাপাশি গত কয়েক বছরে উঠে এসেছে অশোকনগর কল্যাণগড়ের নাম। এখানে মোট ৭৫ টি জগদ্ধাত্রী পুজো হচ্ছে এ বছর। একে অপরকে টেক্কা দিচ্ছে থিমের পুজো থেকে শুরু করে নানা বিষয়ের উপর মণ্ডপ শয্যা করে। পাশাপাশি আলোকসজ্জা ও নজর কাড়ছে দর্শনার্থীদের।
আরও পড়ুনঃ সিউড়ি পৌরসভায় কোন ওয়ার্ডে কোন দিন হবে দুয়ারে সরকার ক্যাম্প? জেনে নিন
সন্ধ্যে হলেই যান নিয়ন্ত্রণ করা হচ্ছে গোটা এলাকার। তার মধ্যেই ঠাকুর দেখতে হচ্ছে দর্শনার্থীদের। কোথাও আয়োজন করা হয়েছে মেলা, কোথাও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিড়ের মাঝে সুষ্ঠুভাবে এই উৎসবের ক'দিন নিরাপত্তা পরিচালনা করছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা স্বয়ং। শনিবার সকাল থেকে মানুষের ভিড় পুজো মণ্ডপ গুলিতে। বহুদূরান্ত থেকে মানুষ আসছেন অশোকনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে।
রুদ্র নারায়ণ রায়