TRENDING:

Rose for love: একদিন নয়, রোজ ভালবাসুন! শুধু ফুল নয়, প্রিয়কে দিন টবে গোলাপ গাছ, রমরমিয়ে হিট

Last Updated:

ভ্যালেন্টাইন্স ডে তে শুধু ফুল নয়, অনেকেই প্রিয়তমাকে দিলেন টব সহ গোলাপ উপহার। নিউটাউন লাগোয়া রাজারহাটের নার্সারিতে দেদার বিক্রি হল ফু গাছ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ভ্যালেন্টাইন ডে তে এবার ধরা পড়ল অন্য ছবি, প্রেম নিবেদনের দিন প্রিয় মানুষকে ফুল দিয়ে প্রেম নিবেদনের বদলে এবার দেখা গেল গোলাপ সহ আস্ত টব উপহার দিতে। ফুল দিয়ে প্রেম নিবেদনের জন্য দরকার হয় গোলাপের। তাই এই দিনটিতে চাহিদা বাড়ে বাহারি গোলাপ ফুলের।
টব সহ গোলাপ গাছ
টব সহ গোলাপ গাছ
advertisement

লাল, গোলাপী, হলুদ, সাদা তো রয়েছেই পাশাপাশি গোলাপ মিলছে গেরুয়া, সবুজ ও নীল রঙেরও। তবে ফুলের পাশাপাশি গোটা গাছের চাহিদাও ছিল বেশ ভালই বলে জানাচ্ছেন বিভিন্ন নার্সারির মালিকেরা।অনেকেই চাইলেন টব সমেত প্রিয়তমা কে গোলাপ ফুল উপহার দিতে। যাতে সারাবছর ভালবাসার ফুল পায় প্রেয়সী।

আরও পড়ুন - Chetan Sharma controversial sting: চেতনের বিরাট বোমা, সৌরভ-বিরাট সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি,টালমাটাল BCCI

advertisement

ভ্যালেন্টাইন্স ডের সকাল থেকেই রাজারহাটের বাগিচা গুলিতে গিয়ে দেখা গেল ৫০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে গোলাপ চারা। টব সমেত নিলে আরেকটু বেশি দাম পড়ছে। গোলাপের পাশাপাশি বিক্রি হচ্ছে জিনিয়া, পিটুনিয়া, চন্দমল্লিকা, গাঁদা, ডালিয়া, কসমস, অস্টর, গাদা সহ প্রভৃতি ফুল। নিউটাউন লাগোয়া রাজারহাটের শিখরপুর, বাগু, নয়াবাদ, আড়বেলিয়া, ঝালিগাছি, কাশীনাথপুর, বাজেতরফ এই সাতটি গ্রামকে একত্রে বলা হয় সপ্তগ্রাম। এই সপ্তগ্রাম আজ রাজ্যের মধ্যে অন্যতম বৃহৎ নার্সারী হাব বলে পরিচিত। এখানকার নার্সারী মালিকদের দাবি, দক্ষিণ চব্বিশ পরগণার মুচিসা বাজার একসময় নার্সারীর জন্য প্রসিদ্ধ থাকলেও, গত দু দশক ধরে সেই তকমা ছিনিয়ে নিজেদের মুকুট করেছে রাজারহাটের সপ্তগ্রাম।

advertisement

View More

আরও পড়ুন -  Chetan Sharma sting operation controversy: চেতন শর্মার বিষাক্ত স্বীকারোক্তি, বিসিসিআইয়ে ভূমিকম্প, প্রধান নির্বাচক আর থাকা হল না...

এখানাকার গোলাপ, রজনীগন্ধা, মেক্সিক্যান গ্রাস ভারত ছাড়িয়ে বিদেশেও র করা হচ্ছে। ভোজেরহাট রোডের ওপর প্রায় পনের বিঘা জমিতে একের পর এক নার্সারি। গত কয়েকদিন ধরে পাইকারি ক্রেতাদের পাশাপাশি দেখা মিলছে বহু নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও ভিড় জমাচ্ছেন গোলাপের চারা কেনার জন্য। ওই এলাকার এক নার্সারি ব্যবসায়ী বিপিন মুখার্জি জানালেন, সারাবছর গাছের চাহিদা থাকলেও, প্রেম দিবসের দিনে বারে গোলাপের চাহিদা। তবে এ বছর গোলাপ ফুলের পাশাপাশি যথেষ্ট চাহিদা রয়েছে টব সমেত গোটা গোলাপের চারা গাছের।

advertisement

মধ্যমগ্রামের এক প্রেমিক যুগলকে দেখা গেল এদিন চারা গাছ কিনতে। তারা জানালেন, শুধু গোলাপ ফুল দিলে কিছুদিন থাকার পর এই নষ্ট হয়ে যাবে সুন্দর ফুলটি। তবে গাছ সমেত থাকলে একটি নয়, এরকম অনেক ফুলই মিলবে। আর সেই কারণেই গোটা গোলাপ গাছ কেনা।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Rose for love: একদিন নয়, রোজ ভালবাসুন! শুধু ফুল নয়, প্রিয়কে দিন টবে গোলাপ গাছ, রমরমিয়ে হিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল