Chetan Sharma sting operation controversy: চেতন শর্মার বিষাক্ত স্বীকারোক্তি, বিসিসিআইয়ে ভূমিকম্প, প্রধান নির্বাচক আর থাকা হল না...

Last Updated:
Chetan Sharma sting operation controversy: বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে।তবে একটা বিষয় নিশ্চিত যে, বিসিসিআই-এ চেতন শর্মার দিন শেষ। কারণ এমন প্রকাশের পর খেলোয়াড়রাও আর তাকে বিশ্বাস করবে না।
1/7
মুম্বই: ভারতীয় ক্রিকেটে ফের বোমা!  ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মা, রোহিত শর্মা, বিরাট কোহলি, প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে  বিস্ফোরক সব মন্তব্য করেছেন৷ এমনটাই দাবি করা হয়েছে একটি নিউজ চ্যানেলের  স্টিং অপারেশনে৷ সেই চ্যানেলের স্টিং অপারেশনে  উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷  এর জেরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে কার্যত ভূমিকম্প হয়ে গেছে৷  এ যেন কার্পেটের নিচে ঢেকে রাখা নোংরা৷
মুম্বই: ভারতীয় ক্রিকেটে ফের বোমা!  ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মা, রোহিত শর্মা, বিরাট কোহলি, প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে  বিস্ফোরক সব মন্তব্য করেছেন৷ এমনটাই দাবি করা হয়েছে একটি নিউজ চ্যানেলের  স্টিং অপারেশনে৷ সেই চ্যানেলের স্টিং অপারেশনে  উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷  এর জেরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে কার্যত ভূমিকম্প হয়ে গেছে৷  এ যেন কার্পেটের নিচে ঢেকে রাখা নোংরা৷
advertisement
2/7
স্টিং অপারেশনের কথা সামনে আসার পরেই,  ভারতীয় ক্রিকেট সম্পর্কে প্রধান নির্বাচক চেতন শর্মার এই বিস্ফোরক দাবির খবর প্রকাশের পরেই বিসিসিআই বিষয়টি  নিয়ে আভ্যন্তরীন  তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই চাঞ্চল্যকর খবর এমন সময়ে সামনে এসেছে যখন ভারত বনাম  অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হতে চলেছে, পাশাপাশি পরবর্তী দুটি ম্যাচের জন্যও দল নির্বাচনও করা হবে। প্রধান নির্বাচকের এই বিস্ফোরকের দাবি ঘিরে  বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডকেও বিব্রত করেছে।
স্টিং অপারেশনের কথা সামনে আসার পরেই,  ভারতীয় ক্রিকেট সম্পর্কে প্রধান নির্বাচক চেতন শর্মার এই বিস্ফোরক দাবির খবর প্রকাশের পরেই বিসিসিআই বিষয়টি  নিয়ে আভ্যন্তরীন  তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই চাঞ্চল্যকর খবর এমন সময়ে সামনে এসেছে যখন ভারত বনাম  অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হতে চলেছে, পাশাপাশি পরবর্তী দুটি ম্যাচের জন্যও দল নির্বাচনও করা হবে। প্রধান নির্বাচকের এই বিস্ফোরকের দাবি ঘিরে  বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডকেও বিব্রত করেছে।
advertisement
3/7
গত মাসেই চেতন শর্মাকে ফের নতুন করে টিম ইন্ডিয়ার নির্বাচক করা হয়েছিল। জি নিউজের স্টিং অপারেশনে তাঁকে বলতে দেখা যাচ্ছে  যে ভারতীয় ক্রিকেটাররা ফিট থাকার জন্য ইঞ্জেকশন নেন এবং তাঁরা জানেন কোন ইঞ্জেকশন ডোপ টেস্টে ধরা পড়ে না।
গত মাসেই চেতন শর্মাকে ফের নতুন করে টিম ইন্ডিয়ার নির্বাচক করা হয়েছিল। জি নিউজের স্টিং অপারেশনে তাঁকে বলতে দেখা যাচ্ছে  যে ভারতীয় ক্রিকেটাররা ফিট থাকার জন্য ইঞ্জেকশন নেন এবং তাঁরা জানেন কোন ইঞ্জেকশন ডোপ টেস্টে ধরা পড়ে না।
advertisement
4/7
এছাড়াও, তিনি দাবি করেছেন যে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের  এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মধ্যে বিশাল ব্যক্তিত্বের সংঘাত ছিল। একই সঙ্গে বিরাট কোহলিকে ও রোহিত শর্মাকে দল থেকে বাদ দেওয়ার নানা রকম অজুহাত তৈরি করা হচ্ছিল৷
এছাড়াও, তিনি দাবি করেছেন যে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের  এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মধ্যে বিশাল ব্যক্তিত্বের সংঘাত ছিল। একই সঙ্গে বিরাট কোহলিকে ও রোহিত শর্মাকে দল থেকে বাদ দেওয়ার নানা রকম অজুহাত তৈরি করা হচ্ছিল৷
advertisement
5/7
চেতন শর্মার চাকরির খড়গ! সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ি, বিসিসিআই এই মারাত্মক স্টিং অপারেশনের বিষয়ে নজর রাখছিল। জাতীয় দলের নির্বাচকরা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিতে আবদ্ধ এবং সেই চুক্তি অনুযায়ি  দলের সঙ্গে  সম্পর্কিত বিষয়ে প্রকাশ্যে আলোচনা করার অনুমতি নেই।
চেতন শর্মার চাকরির খড়গ! সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ি, বিসিসিআই এই মারাত্মক স্টিং অপারেশনের বিষয়ে নজর রাখছিল। জাতীয় দলের নির্বাচকরা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিতে আবদ্ধ এবং সেই চুক্তি অনুযায়ি  দলের সঙ্গে  সম্পর্কিত বিষয়ে প্রকাশ্যে আলোচনা করার অনুমতি নেই।
advertisement
6/7
এই বিষয়ে বিসিসিআইয়ের নাম প্রকাশে  অনিচ্ছুক এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেছেন, “চেতন শর্মার ভবিষ্যত কী হবে তা কেবল বিসিসিআই সচিব জয় শাহই সিদ্ধান্ত নেবেন?’’  প্রশ্ন হল টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া কি ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মা  চেতনের সঙ্গে টিম সিলেকশন মিটিংয়ে বসতে চাইবেন, এই খবর জেনে যে তিনি এইরকম ভিতরের তথ্য প্রকাশ করতে পারেন।
এই বিষয়ে বিসিসিআইয়ের নাম প্রকাশে  অনিচ্ছুক এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেছেন, “চেতন শর্মার ভবিষ্যত কী হবে তা কেবল বিসিসিআই সচিব জয় শাহই সিদ্ধান্ত নেবেন?’’  প্রশ্ন হল টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া কি ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মা  চেতনের সঙ্গে টিম সিলেকশন মিটিংয়ে বসতে চাইবেন, এই খবর জেনে যে তিনি এইরকম ভিতরের তথ্য প্রকাশ করতে পারেন।
advertisement
7/7
চেতনের প্রকাশের অভ্যন্তরীণ তদন্ত করবে বিসিসিআই এই বিষয়ে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেছেন, “এটা সত্যিই লজ্জাজনক। শুধু বিসিসিআই নয়, ভারতের সমগ্র ক্রিকেট গোষ্ঠীর জন্য। এই মুহূর্তে ভারত সফরে অস্ট্রেলিয়া দল। এই প্রকাশের ব্যাপক প্রভাব পড়বে। বোর্ডকে শুধু ক্রিকেটারদের শান্ত করতে হবে না, তাদের প্রতিক্রিয়াও মোকাবেলা করতে হবে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে।তবে একটা বিষয় নিশ্চিত যে, বিসিসিআই-এ চেতন শর্মার দিন গুনে শেষ। কারণ এমন প্রকাশের পর খেলোয়াড়রা আর তাকে বিশ্বাস করবে না।
চেতনের প্রকাশের অভ্যন্তরীণ তদন্ত করবে বিসিসিআই এই বিষয়ে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেছেন, “এটা সত্যিই লজ্জাজনক। শুধু বিসিসিআই নয়, ভারতের সমগ্র ক্রিকেট গোষ্ঠীর জন্য। এই মুহূর্তে ভারত সফরে অস্ট্রেলিয়া দল। এই প্রকাশের ব্যাপক প্রভাব পড়বে। বোর্ডকে শুধু ক্রিকেটারদের শান্ত করতে হবে না, তাদের প্রতিক্রিয়াও মোকাবেলা করতে হবে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে।তবে একটা বিষয় নিশ্চিত যে, বিসিসিআই-এ চেতন শর্মার দিন গুনে শেষ। কারণ এমন প্রকাশের পর খেলোয়াড়রা আর তাকে বিশ্বাস করবে না।
advertisement
advertisement
advertisement