TRENDING:

North 24 Parganas News: ধানের স্তূপে বিধ্বংসী আগুন! চক্রান্ত করে এক বিঘা জমির ফসল পুড়িয়ে দেওয়ার অভিযোগ, সরকারি সাহায্যের আর্জি সর্বহারা কৃষকের

Last Updated:

North 24 Parganas News: ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “আমি এক ফসলী চাষি। বছরে একবারই ফসল পাই। এই ফসলটাই না থাকলে আমার সংসার চলবে কী করে? কী খাব, কীভাবে পরিবারকে চালাব, সবটাই অনিশ্চিত হয়ে গেল।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ ধানের স্তূপে ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে গেল এক বিঘা জমির ফসল, দিশেহারা চাষি। হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম খেজুরঘড়িয়ায় এই ঘটনাটি ঘটেছে। রাস্তার ধারে জড়ো করে রাখা এক বিঘা জমির ধানের স্তূপে এদিন আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় পরিশ্রমে ফলানো ফসল।
পুড়ে ছাই ধান
পুড়ে ছাই ধান
advertisement

জমির মালিক কৌশিক মণ্ডল জানান, এটি কোনও ইলেকট্রিক শর্ট সার্কিটের ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তাঁর বাড়ি ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে, পাশের গ্রামে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই তিনি প্রথম খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, রাস্তার উপর তোলা তাঁর ধানের স্তূপে আগুন জ্বলছে।

আরও পড়ুনঃ বাঘের পর এবার লোকালয়ে ‘দানব’ কুমির! জোড়া আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবন

advertisement

খবর পেয়ে এলাকার সাধারণ মানুষ ও সব্যসাচী ক্লাবের সদস্যরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। ছাই হয়ে গিয়েছে এক বিঘা জমির সম্পূর্ণ ধান। কৌশিক মণ্ডল বলেন, “আমি এক ফসলী চাষি। বছরে একবারই ফসল পাই। এই ফসলটাই না থাকলে আমার সংসার চলবে কী করে? কী খাব, কীভাবে পরিবারকে চালাব, সবটাই অনিশ্চিত হয়ে গেল।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার শিল্পই আসল পরিচয়! প্রকৃতির ক্যানভাসে আঁকেন ছবি
আরও দেখুন

সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন কৌশিকবাবু। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। গ্রামের চাষিদের মধ্যে এই ঘটনাকে ঘিরে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ধানের স্তূপে বিধ্বংসী আগুন! চক্রান্ত করে এক বিঘা জমির ফসল পুড়িয়ে দেওয়ার অভিযোগ, সরকারি সাহায্যের আর্জি সর্বহারা কৃষকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল