জমির মালিক কৌশিক মণ্ডল জানান, এটি কোনও ইলেকট্রিক শর্ট সার্কিটের ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তাঁর বাড়ি ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে, পাশের গ্রামে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই তিনি প্রথম খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, রাস্তার উপর তোলা তাঁর ধানের স্তূপে আগুন জ্বলছে।
আরও পড়ুনঃ বাঘের পর এবার লোকালয়ে ‘দানব’ কুমির! জোড়া আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবন
advertisement
খবর পেয়ে এলাকার সাধারণ মানুষ ও সব্যসাচী ক্লাবের সদস্যরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। ছাই হয়ে গিয়েছে এক বিঘা জমির সম্পূর্ণ ধান। কৌশিক মণ্ডল বলেন, “আমি এক ফসলী চাষি। বছরে একবারই ফসল পাই। এই ফসলটাই না থাকলে আমার সংসার চলবে কী করে? কী খাব, কীভাবে পরিবারকে চালাব, সবটাই অনিশ্চিত হয়ে গেল।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন কৌশিকবাবু। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। গ্রামের চাষিদের মধ্যে এই ঘটনাকে ঘিরে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।






