আরও পড়ুন: নতুন পাঞ্জাবি পরে জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবেন বলে বের হন, শেষ পর্যন্ত ঠাঁই হল হাসপাতালে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে সারা দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকছে। ফলে প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এদিকে বিদ্যুৎ না থাকায় এই এলাকায় যারা সেলাইয়ের কাজ করেন তারা মহা সমস্যায় পড়েছেন। কারণ বিদ্যুতের অভাবে মেশিন চলছে না। একদিকে গরমে কষ্ট অন্যদিকে রুজিতে টান পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার পথ অবরোধ করে।
advertisement
অবরোধকারীদের আরও অভিযোগ, তাঁরা সময়মতো বিদ্যুতের বিল দিয়ে দেন। কিন্তু একদিনও দেরি হলে মোটা অঙ্কের ফাইন করে বিদ্যুৎ পর্ষদ। অথচ তাঁরা ঠিক করে পরিষেবা পান না। বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে স্বাভাবিক করতে হবে এই দাবিতে বৃহস্পতিবার অশোকনগরে রাস্তায় জলের পাইপ ফেলে গাড়ি চলাচল বন্ধ করে দেয় হিজলি এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে অশোকনগর থানার পুলিশ।
জিয়াউল আলম