আরও পড়ুন: বেনারসের গঙ্গার ঘাট উঠে আসছে শিলিগুড়িতে! পুজোর থিমে চমক
দীর্ঘদিন ধরে এই এলাকায় জলের সমস্যা হচ্ছে বলে স্থানীয়দের দাবি। সম্প্রতি সেই সমস্যা লাগাম ছাড়া জায়গায় পৌঁছে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে শুক্রবার অশোকনগর স্টেশন সংলগ্ন এই এলাকার বাসিন্দারা পথ আটকান। স্থানীয়রা জানান, এলাকায় কোনও কিছুই ঠিক নেই। না আছে রাস্তা, এলাকাজুড়ে চলছে বিদ্যুতের সমস্যা, এখন বেশ কিছুদিন ধরেই জলের সমস্যায় নাজেহাল হতে হচ্ছে। সংসার চালাতে বাধ্য হয়ে সমস্ত কাজ ফেলে বিক্ষোভ দেখেন মহিলারা। রাস্তার উপর বালতি, গামলা রেখে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
advertisement
এলাকাবাসীদের অভিযোগ, পার্শ্ববর্তী হাবড়া পুরসভায় সবকিছু ঠিকঠাক থাকলেও অশোকনগর পুরসভার এই ওয়ার্ডের পরিষেবার বেহাল অবস্থা। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি প্রশাসনিক অধিকারিরকেরা। এখন পরবর্তী কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে এলাকার সকলে।
রুদ্রনারায়ণ রায়