দীর্ঘদিন অবহেলায় পড়ে আছে বারাসতের বিদ্যাসাগর স্টেডিয়াম। এখানে লাগানো হয়েছিল কৃত্রিম ঘাস, তাতেই তৈরি হয়েছিল সমস্যা। তাই স্টেডিয়ামের হাল ফেরাতে মাঠের কৃত্রিম ঘাস বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী ঘুরে গিয়েছিলেন এই স্টেডিয়াম। তাঁর কথা মত এ দিন বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে কৃত্রিম ঘাস তুলে ফেলে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে আসল ঘাস লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হল। জেলা পরিষদ ও ক্রীড়া দফতর যৌথভাবে এই কাজ করবে।
advertisement
পাশাপাশি স্টেডিয়ামের উন্নতির জন্য বিশেষ কমিটি তৈরি করা হয়। সেই কমিটির চেয়ারম্যান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কনভেনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও সদস্য সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আছেন। এদিন এই কমিটির প্রথম সভায় সকলের পাশাপাশি জেলাশাসক শরৎ কুমারী দ্বিবেদী উপস্থিতি ছিলেন। আগামী দিনে আবারও বারাসত স্টেডিয়ামকে দর্শকে পরিপূর্ণ করে তুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে খুশি জেলার ক্রীড়াপ্রেমীরা।
রুদ্রনারায়ণ রায়