Nadia News: যত পারো তত খাও! সংবর্ধনা নিতে এসে ফুচকায় মজে গেল ছেলেমেয়েরা, বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ কৃতী পড়ুয়ারা

Last Updated:

কৃতি পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে শান্তিপুরে ফ্রিতে ফুচকা খাওয়ালেন স্থানীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী

নদিয়া: ফুচকা খেতে কার না ভাল লাগে। বিশেষ ফ্রিতে যদি ফুচকা খাওয়ার সুযোগ পাওয়া যায় তবে তো কথাই নেই! ঠিক তেমনই এক নিদর্শন দেখা গেল শান্তিপুরে। কৃতি পড়ুয়াদের নিমন্ত্রণ করে ফুচকা খাওয়ালেন সেখানকার বিধায় ব্রজকিশোর গোস্বামী!
গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিজের বিদ্যালয়ের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের শান্তিপুর পাবলিক লাইব্রেরির হলে আমন্ত্রণ জানিয়েছিলেন বিধায়ক। সেখানেই রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, শান্তিপুরের পুরপ্রধান সুব্রত ঘোষ, উপ-পুরপ্রধান কৌশিক প্রামাণিক সহ সকল কাউন্সিলর ও পুর আধিকারিকরা হাজির ছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট ১৭০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
advertisement
advertisement
বহু ছাত্রছাত্রীকে এই সংবর্ধনা জ্ঞাপন এবং গুণীজনদের মূল্যবান বক্তব্য শুনতে একটু সময় তো লাগবেই। তাতে কোন‌ও ছাত্র-ছাত্রীর যাতে ধৈর্যচ্যুতি না ঘটে তার জন্য বিধায়ক ব্যবস্থা করেছিলেন ফুচকার স্টলের। যেখানে স্কুল ইউনিফর্ম পরেই সহ-পাঠীদের সঙ্গে দেদার ফুচকা খেল এই কৃতি পড়ুয়ারা। এছাড়াও সকলের জন্য ছিল ঠান্ডা পানীয় এবং শরবত।
অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য চা এবং কফিরও আয়োজন ছিল। সবশেষে শিক্ষক-শিক্ষিকাদেরও দেখা গেল বাটি হাতে ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে পড়তে। বাদ যাননি অভিভাবকরাও। সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে অত্যন্ত খুশি ছাত্র-ছাত্রীরা। তবে তাদের সবচেয়ে বেশি মনে ধরেছে ফুচকার স্টলের বিষয়টি।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: যত পারো তত খাও! সংবর্ধনা নিতে এসে ফুচকায় মজে গেল ছেলেমেয়েরা, বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ কৃতী পড়ুয়ারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement