South 24 Parganas News: মার খাবে পর্যটন, পুজোর আগে কেল্লার রাস্তা সারাইয়ের দাবি

Last Updated:

সুন্দরবনের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র কেল্লা যাওয়ার রাস্তার বেহাল অবস্থা, পর্যটক কমার আশঙ্কায় স্থানীয়দের

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের কৈখালি কেল্লা যাওয়ার অন্যতম পথের বেহাল অবস্থা। যার কারণে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এর ফলে স্থানীয়দের আশঙ্কা মার খেতে পারে পর্যটন, তাই দ্রুত রাস্তা সারাইয়ের দাবি তুলেছেন তাঁরা।
দক্ষিণ ২৪ পরগনার সবথেকে বড় হাট গৌরহাট। সপ্তাহে দু’দিন বসে এই হাট। এই হাটের কারণে সপ্তাহে ওই দু’দিন প্রচুর গাড়ি ও মানুষ চলাচল করে। কিন্তু বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছে। অন্যদিকে কৈখালি সুন্দরবন ভ্রমণের প্রাণকেন্দ্র কেল্লা যাওয়ার একমাত্র পথ। তাই পুজোর আগে এই রাস্তা সারাইয়ের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষ ও গাড়ি চালকরা।
advertisement
advertisement
এই বছর বর্ষা সেভাবে হয়নি। তবে এই কদিনের বৃষ্টিতে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। হাতে গোনা আর কয়েকদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে। পুজোর সময় এই রাস্তা দিয়ে বহু মানুষ সুন্দরবনের ভ্রমণের অন্যতম ভ্রমণ কেন্দ্র কেল্লায় আসে প্রতি বছর। ফলে চিন্তিত গাড়ি চালকরা। অন্যদিকে এই গৌরহাটে অনেকগুলি প্রতিমা শিল্পীদের ঘর আছে। এখানে জয়নগর, দক্ষিণ বারাসত, গোচরণ, জীবন মণ্ডলের হাট, মহিষমরি এই সমস্ত এলাকার বহু প্রতিমা তৈরি হচ্ছে। সেই সমস্ত পুজো কমিটির চিন্তা কীভাবে ওই খারাপ রাস্তা দিয়ে প্রতিমা নিয়ে মণ্ডপে যাবেন তাঁরা। এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক বলেন, পুজোর আগেই এই রাস্তা নতুন রুপে ফিরিয়ে আনা হবে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মার খাবে পর্যটন, পুজোর আগে কেল্লার রাস্তা সারাইয়ের দাবি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement