পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে গাড়ির চালক থেকে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিলেন। তাদের অভিযোগ, প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাতে কোনও কন্ট্রোল নেই সরকারের৷ পেট্রোল ডিজেলের দাম বাড়ায় বেড়েছে গণপরিবহনের ভাড়া, ফলে পকেটের টান পড়ছে সাধারণ মানুষের। "পেট্রোলের দাম বৃদ্ধিতে শখের গাড়িটি এবার বুঝি বাড়িতেই রাখতে হবে" বলে জানালেন, পেট্রোলপাম্পে তেল ভরতে আসা সাধারণ মানুষ।
advertisement
বেসরকারি সংস্থায় চাকরি করা অধিকাংশ মানুষই বাইক নিয়ে যাতায়াত করেন, কিন্তু বর্তমানে তেলের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, সেখানে মাসিক বেতনের অর্ধেক টাকাই তেলে চলে যাচ্ছে বলে অভিযোগ। তেলের দামের সাথে সমস্ত জিনিস পত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে৷ এই পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মানুষ।
তাদের মতে দুই সরকার এক না হলে এই দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, একই সাথে রান্নার গ্যাসের দামও প্রায় এক হাজার টাকা হয়ে গেছে। পেট্রোলের দাম ইতিমধ্যেই ১১৫ টাকা ছুঁয়েছে এবং ডিজেল সেঞ্চুরি হাঁকিয়েছে।
কবে কমবে জ্বালানি তেলের দাম? এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে বিভিন্ন স্তরে।
Rudra Narayan Roy