TRENDING:

North 24 Parganas News: বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন জেলার আমজনতা

Last Updated:

বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম, মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বারাসতের আমজনতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: প্রতিদিন কর্মসংস্থানের উদ্দেশ্যে যাতায়াত করতে হয় এই জেলার লক্ষাধিক মানুষকে। তাদের যাতায়াতের প্রধান ভরসা গণপরিবহন থেকে দুই চাকা এবং চার চাকার যানবাহন। কিন্তু বর্তমানে যানবাহন নিয়ে যাতায়াত রীতিমতো ব্যয় সাপেক্ষ হয়ে পড়েছে। ফলে, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে পেট্রোল পাম্পে আসা সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় উঠে এলো তাদের বিভিন্ন সমস্যার কথা।
advertisement

পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে গাড়ির চালক থেকে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিলেন। তাদের অভিযোগ, প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাতে কোনও কন্ট্রোল নেই সরকারের৷ পেট্রোল ডিজেলের দাম বাড়ায় বেড়েছে গণপরিবহনের ভাড়া, ফলে পকেটের টান পড়ছে সাধারণ মানুষের। "পেট্রোলের দাম বৃদ্ধিতে শখের গাড়িটি এবার বুঝি বাড়িতেই রাখতে হবে" বলে জানালেন, পেট্রোলপাম্পে তেল ভরতে আসা সাধারণ মানুষ।

advertisement

বেসরকারি সংস্থায় চাকরি করা অধিকাংশ মানুষই বাইক নিয়ে যাতায়াত করেন, কিন্তু বর্তমানে তেলের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, সেখানে মাসিক বেতনের অর্ধেক টাকাই তেলে চলে যাচ্ছে বলে অভিযোগ। তেলের দামের সাথে সমস্ত জিনিস পত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে৷ এই পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মানুষ।

তাদের মতে দুই সরকার এক না হলে এই দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, একই সাথে রান্নার গ্যাসের দামও প্রায় এক হাজার টাকা হয়ে গেছে। পেট্রোলের দাম ইতিমধ্যেই ১১৫ টাকা ছুঁয়েছে এবং ডিজেল সেঞ্চুরি হাঁকিয়েছে।

advertisement

View More

কবে কমবে জ্বালানি তেলের দাম? এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে বিভিন্ন স্তরে।

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন জেলার আমজনতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল