ফের নতুন করে এদিন ৬০০ জন হকারের নাম নথিভুক্ত করা হয়েছে। তৃণমূল সারা বাংলা রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে তাদের হাতে পরিচয় পত্র তুলে দেওয়া হয়েছে । শ্রমিক সংগঠন পক্ষ থেকে এদিন ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত যারা ট্রেনে হকারি করবে তাদের নাম নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে তাদের রেল হকারের পরিচয় পত্র দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন- লোক উৎসবের মঞ্চে মহিলা শিল্পীকে এমন সাংঘাতিক অপমান! উঠছে প্রশ্ন
তাদের দাবিপুনরায় খুব দ্রুত ২৫ টাকার রেলের ইজ্জত কার্ড কেন্দ্রীয় সরকার অনুমোদন দিক। ২০০৯ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে রেলমন্ত্রী ছিলেন সেই সময় রেলে গরীব দুঃস্থ হকারদের জন্য ২৫ টাকার ইজ্জত কার্ড চালু করেছিলেন। তারপর অদৃশ্যের কারণে সেই ইজ্জত কার্ড তুলে দেয় কেন্দ্র। যার ফলে বিপাকে পড়ে কলেজের পড়ুয়া থেকে গরিব মানুষ এবং বিশেষ করে হকাররা।
আরও পড়ুন- মধ্যপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে মালদহে এল যুবক! কারণ জানলে অবাক হবেন
যেসব হকাররা প্রতিদিন শিয়ালদহ হাসনাবাদ লোকালে ট্রেনে হকারি করে জীবিকা নির্বাহ করে তাদেরই এখন জীবন জীবিকা রুজি-রোজগার গভীর সংকটের মুখে। তারা চাইছে দ্রুত ইজ্জত কার্ড ফিরে আসুক তাহলে তারা আগের মতো জীবন যাপন করতে পারবে। পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সংসারও একটু ভাল চলবে।
এদিন বসিরহাট রেলস্টেশন চত্বরে বসিরহাট মহকুমার আইএনটিটিিউসির সভাপতি কৌশিক দত্ত ও সহ-সভাপতি বাবুলাল সাধুখাঁর উদ্যোগে ৬০০ জন নতুন হকারকে হকারি করার পরিচয় পত্র তুলে দেওয়া হয়।