আরও পড়ুন: বীরভূম প্রায় রক্তশূন্য! রক্তাল্পতায় ভুগছে হাসপাতালগুলো
উত্তর ২৪ পরগনার যশোর রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ চলাচল করেন। এই প্রবল গরমের মধ্যেই স্টিয়ারিং ধরে গাড়িকে সঠিক গন্তব্যে পৌঁছে দেন বাসচালক, লরি চালকরা। তাঁদের হাতেই থাকে বহু মানুষের প্রাণের দায়িত্ব। তাই এই গরমে গাড়ির চালকদের সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। না হলে ঘটতে পারে বড় কোনও দুর্ঘটনা। সেই তাঁদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখেই জলের বোতল তুলে দেওয়া ও ওআরএস খাওয়ানোর এই উদ্যোগ নেয় জেলা পুলিশ।
advertisement
বুধবার হাবড়া থানার সামনে যশোর রোডে চলাচল করা প্রতিটি গাড়ির চালক থেকে শুরু করে সকল মানুষের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল ও ওআরএস। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর বার্তাও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। অন্যান্য দিন হাবড়া থানার সামনে নাকা চেকিং করে পুলিশ। হেলমেট ছাড়া বাইক চালালেই ধরে নিয়ম মেনে ফাইন করা হয়। কিন্তু এদিন সেখানেই দেখা গেল অন্যরকম ছবি। পুলিশের এই অন্যরকম ভূমিকায় খুশি গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে।
রুদ্রনারায়ণ রায়