Birbhum News: বীরভূম প্রায় রক্তশূন্য! রক্তাল্পতায় ভুগছে হাসপাতালগুলো
- Published by:kaustav bhowmick
Last Updated:
বোলপুর ব্ল্যাড ব্যাঙ্কে ৭ ইউনিট, সিউড়ি ব্ল্যাড ব্যাঙ্কে ৪ ইউনিট ও রামপুরহাট ব্ল্যাড ব্যাঙ্কে ৮ ইউনিট রক্ত রয়েছে৷ এই হল বীরভূমের তিন সরকারি ব্লাড ব্যাঙ্কে মজুত রক্তের পরিসংখ্যান।
বীরভূম: গরম যত বাড়ছে ততই জেলায় জেলায় রক্তের সঙ্কট তীব্র আকার ধারণ করছে। জেলার ব্লাড ব্যাঙ্কগুলি কার্যত রক্তাল্পতায় ভুগছে। লাগাতার তাপপ্রবাহের জেরে প্রায় কোথাওই রক্তদান শিবির করা সম্ভব হচ্ছে না। ভয়ঙ্কর অবস্থা বীরভূম জেলাজুড়ে। বোলপুর ব্ল্যাড ব্যাঙ্কে ৭ ইউনিট, সিউড়ি ব্ল্যাড ব্যাঙ্কে ৪ ইউনিট ও রামপুরহাট ব্ল্যাড ব্যাঙ্কে ৮ ইউনিট রক্ত রয়েছে৷ এই হল বীরভূমের তিন সরকারি ব্লাড ব্যাঙ্কে মজুত রক্তের পরিসংখ্যান।
বীরভূমের ব্লাড ব্যাঙ্কগুলোর অবস্থাই বুঝিয়ে দিচ্ছে রক্তের সঙ্কট ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। থ্যালাসেমিয়া আক্রান্তরা ঠিক সময়ে রক্ত পাচ্ছেন না বলে আগেই অভিযোগ উঠেছিল। এমনকি বহু ক্ষেত্রে গুরুতর আহতকেও ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত দেওয়া সম্ভব হচ্ছে না। একমাত্র সংশ্লিষ্ট ব্লাড গ্রুপের ডোনার নিয়ে এলে তবেই রোগীদের রক্ত দিতে পারছে হাসপাতালগুলো। চিকিৎসকদের থেকে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে বিরল ব্লাড গ্রুপের রোগীরদের বিপদ সবচেয়ে বেশি।
advertisement
আরও পড়ুন: বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু কৃষকের
advertisement
এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, দ্রুত জেলাজুড়ে বেশ কয়েকটি রক্তদান শিবির আয়োজন করতে হবে। তবেই সাময়িকভাবে হলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। কিন্তু তা হচ্ছে না বলেই আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি যে কোনও মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। তীব্র গরমের পাশাপাশি রমজান মাস চলায় রক্তদান শিবির আয়োজন করা আরওই অসম্ভব হয়ে উঠেছে।
advertisement
রক্তের সঙ্কট কাটাতে বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি জানান, ভোর পাঁচটায় রক্তদান শিবির আয়োজিত হলেও তাঁদের টিম সেখানে পৌঁছে রক্ত সংগ্রহ করতে প্রস্তুত আছে। তিনি জানান, রক্তদান শিবির আয়োজনের জন্য পুলিশকেও অনুরোধ করা হয়েছে।
শুভদীপ পাল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2023 8:00 PM IST