Hooghly News: বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু কৃষকের

Last Updated:

বেপরোয়া বাইক এসে তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর পড়ে যান আব্দুর রহিম। গুরুতর আহত হন।

হুগলি: বেপরোয়া বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে পুরশুড়ার মারকুন্ডা এলাকায়। মৃত কৃষকের নাম আব্দুর রহিম (৫৯)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কৃষক রাজ্য সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি বেপরোয়া বাইক এসে তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর পড়ে যান আব্দুর রহিম। গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। কিন্তু তার আগেই ওই কৃষক মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা গিয়েছে। এরপরই হুগলির পুরশুড়ার উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
মৃত কৃষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি চাষের জমিতে জল দিতে যাচ্ছিলেন। জল আনার জন্যই রাজ্য সড়কে ওঠেন। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। তাঁকে দ্রুত পুরশুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘাতক বাইকটি আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। যদিও পালিয়ে গিয়েছে বাইক চালক।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু কৃষকের
Next Article
advertisement
Numerology 2026: সংখ্যাতত্ত্বে ২০২৬: দেখে নিন এই বছর কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সংখ্যাতত্ত্বে ২০২৬: দেখে নিন এই বছর কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সংখ্যাতত্ত্বে ২০২৬

  • দেখে নিন এই বছর কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement