TRENDING:

Bamboo and Cane Art: প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের শিল্প, চরম আর্থিক সঙ্কটে শিল্পীরা 

Last Updated:

Bamboo and Cane Art: একসময় বাড়ির বেশিরভাগ জিনিসপত্রই বাঁশ বেত কিংবা কাঠের তৈরি উপাদান ছিল। বর্তমানে বাজারে বেড়েছে প্লাস্টিকের জিনিসপত্রের চাহিদা। সময়ের পরিবর্তনে বাঁশ ও বেত শিল্পের জায়গা দখল করেছে প্লাস্টিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জুলফিকার মোল্যা, বসিরহাটঃ প্লাস্টিকের ব্যবহার বাড়ায় হারিয়ে যাচ্ছে বাঁশ বেতের শিল্পকলা, আর্থিক সংকটে শিল্পীরা। একসময় বাড়ির বেশিরভাগ জিনিসপত্রই বাঁশ বেত কিংবা কাঠের তৈরি উপাদান ছিল। বর্তমানে বাজারে বেড়েছে প্লাস্টিকের জিনিসপত্রের চাহিদা। সময়ের পরিবর্তনে বাঁশ ও বেত শিল্পের জায়গা দখল করেছে প্লাস্টিক। আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন শিল্পের অন্যতম বাঁশ বেত শিল্প বিলুপ্তির পথে। বর্তমানে প্লাস্টিকের তৈরি গৃহস্থের সরঞ্জাম তৈরি হওয়ায় বাঁশের তৈরি পণ্যের আর কদর নেই বললেই চলে। আর এর ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়ার বাঁশ বেত শিল্পীরা।
advertisement

একসময় গ্রাম্য এলাকায় বিভিন্ন জায়গায় বাঁশ ঝাড়ের দেখা মিলত। কিন্তু সময়ের ব্যবধানে ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে সেই ছবি। প্লাস্টিক ও অন্যান্য বিভিন্ন সামগ্রীর কদর বেড়ে যাওয়ার ফলে এসব কুটির শিল্পের চাহিদা এখন আর নেই। বাজার দখল করেছে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি নানা জাতের আসবাবপত্র। প্লাস্টিক পণ্য স্বল্পমূল্যে হাতের নাগালে পাওয়া যাওয়ার ফলে অবলুপ্তি হতে চলেছে এই কুটির শিল্প।

advertisement

আরও পড়ুন : ভেষজ রঙে রাঙিয়ে তৈরি হচ্ছে বাংলা নববর্ষের জন্য হাতে বানানো ক্যালেন্ডার

View More

পাশাপাশি করোনাকালে লকডাউনের সময় কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে এখনও মাথা ঠেলে উঠতে পারেননি বাঁশ বেত শিল্পীরা। এই জীবিকাকেই প্রধান বাহক হিসাবে আঁকড়ে রেখেছেন বাসিরহাটের অনেক পারিবারই। কিন্তু দিন দিন বাঁশের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভাল নেই এই শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। জীবন জীবিকার তাগিদে তবুও পূর্বপুরুষদের এই পেশাকে এখনও ধরে রেখেছে পরিবারগুলি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bamboo and Cane Art: প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের শিল্প, চরম আর্থিক সঙ্কটে শিল্পীরা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল