উত্তর ২৪ পরগনা হাবড়া-অশোকনগর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই তীব্র গরমে রাস্তায় বেরোনো পথচারীদের পানীয় জল ঠান্ডা শরবত খাওয়ালেন সংগঠনের সদস্যরা। যারা এই গোটা কর্মকাণ্ডটি ঘটালেন তাঁরাই বিয়ে, অন্নপ্রাশন বা বড় ফ্যাশন শ্যুটে অন্যতম মূল কাণ্ডারী হিসেবে দুর্দান্ত সব ছবি তুলে থাকেন। তবে প্রকৃতির এই রুদ্র রোষের সামনে নিজেদের ক্যামেরা পাশে সরিয়ে রেখে অসহায় পথচারীদের সেবা করতে এগিয়ে এলেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: খুশির ইদে মেতেছে জেলা
পথ চলতি যানবাহনের চালক থেকে শুরু করে পথচারী, সকলের হাতে এই ফটোগ্রাফাররা তুলে দিলেন ঠান্ডা শরবত ও পানীয়। অনেকে আবার নিজে থেকে এগিয়ে এসে চেয়ে নিলেন শরবত। এই তীব্র তাপপ্রবাহের কারণে আগামী বেশ কয়েকদিন এইভাবেই তাঁরা মানুষের সেবা করে যাবেন বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনা হাবড়া-অশোকনগর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সদস্যরা।
রুদ্রনারায়ণ রায়