উত্তর ২৪ পরগনার ছোট শহর গোবরডাঙা শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বরাবরই এগিয়ে থাকা। সোমবার দলীয় সংগঠনের কাজে এখানে আসেন তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি প্রথমে স্থানীয় চন্ডীতলা মন্দিরে পুজো দেন। এরপর রঘুনাথপুরের একটি মসজিদে যান। সেই সময় গোবরডাঙা পোল্ট্রি এলাকায় একদল স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দাসের গাড়ির পথ আটকান। তাঁরা বন্ধ হাসপাতাল দ্রুত চালু করার দাবি জানান।
advertisement
আরও পড়ুন: গরু ছেড়ে এবার মোষ! পাচারের আগে উদ্ধার দুই কন্টেনার বোঝাই অবলা জীব, গ্রেফতার ৩
এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে বিশ্বজিৎ দাস আশ্বাস দেন, এই বন্ধ হাসপাতাল চালুর বিষয়ে তিনি দ্রুত পদক্ষেপ করবেন। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলেও জানান। এরপরই বিশ্বজিৎবাবু কঙ্কনা বিনোদন পার্ক হয়ে সোজা চলে যান বন্ধ হাসপাতাল পরিদর্শনে। তাঁর সঙ্গে ছিলেন গোবরডাঙার পুরপ্রধান শঙ্কর দত্ত সহ পুরসভার কাউন্সিলররা। হাসপাতাল ঘুরে দেখার সময় তিনি পুরকর্তাদের কাছে জানতে চান কী কী ব্যবস্থা করলে এই বন্ধ হাসপাতাল আবার চালু করা যাবে। এখন দেখার বিশ্বজিৎ দাসের এই উদ্যোগে গোবরডাঙার বন্ধ হাসপাতালের দরজা আবার খোলে কিনা।
রুদ্রনারায়ণ রায়