রবিবার সন্ধেয় রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করে উত্তর ২৪ পরগনার ৪৬ টি বুথে পুনর্নির্বাচন হবে। সেই মতো সোমবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বসিরহাট মহকুমার ২৫ টি বুথে পুনর্নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ চলছে। যার মধ্যে বসিরহাট-১ ব্লকের ৪ টি বুথ, বসিরহাট-২ ব্লকের ১২ টি বুথ, স্বরূপনগরের ১ টি বুথ ও বাদুড়িয়ার ৮ টি বুথে আছে।
advertisement
আরও পড়ুন: বীরভূমে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ
শনিবার পঞ্চায়েত ভোটের দিন বসিরহাট মহকুমার বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট এলাকাগুলি থেকে একের পর এক অভিযোগ আসতে থাকে। বেশ কিছু জায়গায় বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে বুথ দখল করে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে। আবার বহু জায়গায় গ্রামবাসীরা একত্রিত হয়ে বহিরাগতদের আটকে দেয়। তবে নির্বাচন কমিশন নিজের মতো স্ক্রুটিনি করে পুনর্নির্বাচনের জন্য বুথের তালিকা ঠিক করেছে। এদিন রাজ্য পুলিশের পাশাপাশি বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি এই বুথগুলির ভোটাররা। তাঁদের আক্ষেপ, শনিবার যদি সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকত তবে এতো অশান্তি হত না।
জুলফিকার মোল্লা