Panchayat Election 2023: বীরভূমে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে এবং আরও বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচনের দাবিতে সিউড়িতে বিজেপির তুমুল বিক্ষোভ। জেলাশাসকের কার্যালয়ের সামনে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ গেরুয়া শিবিরের

বীরভূম: শনিবার বাংলার ত্রিস্তর পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসা হয়। একদিনে ১৮ জনের প্রাণ যায়। বিরোধীরা রাজ্যের সর্বত্র হিংসা ও ভোট লুঠের অভিযোগ তোলে। যদিও সোমবার নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের ৬৯৬ টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু এই সংখ্যাটায় খুশি নয় বিজেপি, বাম, কংগ্রেস। বিরোধীদের অভিযোগ, যত বুথে ভোট লুঠ ও অশান্তি হয়েছে তার তুলনায় অনেক কম বুথে পুনর্নির্বাচন হচ্ছে। এরই প্রতিবাদে সোমবার সিউড়িতে জেলাশাসকের দফতরের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তার উপর বসে পড়ল বিজেপি।
advertisement
advertisement
বীরভূমে এবার অনুব্রত মণ্ডল নেই। জেলা তৃণমূল সভাপতি তিহার জেলে বন্দি থাকলেও লালমাটির জেলায় ভোট ‘পুরনো’ সন্ত্রাসের আবহেই হয়েছে বলে বিজেপি, বামের অভিযোগ। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জেলার বহু বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়। কিন্তু নির্বাচন কমিশন বীরভূমের মাত্র ১৪ টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী সোমবার সকাল সাতটা থেকে ওই বুথগুলিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। তারই প্রতিবাদে এবং নতুন করে নির্বাচন করার দাবিতে এদিন বেলা গড়াতেই জেলাশাসকের কার্যালয়ের সামনের রাস্তার কার্যত দখল নেয় বিজেপি।
advertisement
জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের পথ অবরোধে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ। যদিও এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Panchayat Election 2023: বীরভূমে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement