স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সপ্তাহের বৃহস্পতিবার ৩ জনকে কামড়ে আহত করেছে ওই পাগল কুকুরটি। এলাকাবাসীদের দাবি, আগে কোনদিন এই কুকুরটিকে দেখেনি তারা, হঠাৎই ওই কুকুরটিকে দেখতে পাওয়া যাচ্ছে এলাকায়। এলাকাবাসীরা জানিয়েছেন, ইতিমধ্যেই একজন যুবক, একজন মহিলা ও এক শিশু কন্যা সন্তানকে কামড়ে দিয়েছে পাগল কুকুরটি। কুকুরের আক্রমণে আহত মহিলা ও শিশুকন্যা এই মুহূর্তে বারাসত হাসপাতালে চিকিৎসাধিন।এলাকার মানুষ আতঙ্কে কেউ ঘর থেকে বের হচ্ছে না।স্কুল পড়ুয়াদের, তাদের অভিভাবকরা এসে বাড়ি নিয়ে যায়।
advertisement
জানা গেছে, প্রথমে কুকুরটি এলাকার অন্যান্য কুকুরের তাড়া খেয়ে একটি বাড়িতে ঢুকে যায়। সেই বাড়িতে এক যুবককে কামরায়, তারপর এক নাবালিকাকে কামরায় এবং এক গৃহবধূকে কামরায়।এলাকার লোকজন লাঠি হাতে কুকুরটিকে খোঁজাখুজি করেও তার খোঁজ না মেলায় আতঙ্ক আরও বেড়ে যাচ্ছে, কারণ কোথাও লুকিয়ে থাকলে আবারও কাউকে কামড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। বন দফতরে বিষয়টি জানানোর পরিকল্পনা নিয়েছেন স্থানীয়রা। যতক্ষণ কুকুরটিকে আটকানো না যাবে, ততক্ষণ এলাকার মানুষ চিন্তা মুক্ত হতে পারছে না।
Rudra Narayan Roy