এমনকি মধ্যরাতে পঞ্চায়েত সদস্যার বাড়ির দরজা ভাঙচুর করা হয় বলে অভিযোগ৷ পুরো বিষয়টি জানানো হয় পুলিশকে৷ গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার ডুমা গ্রাম পঞ্চায়েতের দীঘা সুকান্ত পল্লী এলাকার পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা শ্যামলী বালা পাইক বলেন, আমি সার্টিফিকেটে বিবাহিত লিখে দেওয়া সত্বেও আমার সার্টিফিকেট বিক্রিত করে অবিবাহিত লিখে স্কুলে জমা দেওয়া হয়েছে৷ স্কুল থেকে আমাকে ফোন করলে আমি সঠিক কথা বলেছি । তার পরেই আমার স্বামীকে ফোনে হুমকি দিয়েছে এবং মধ্য রাতে আমার বাড়িতে ভাঙচুর করেছে ।
advertisement
আরও পড়ুনঃ North 24 Parganas: ছাত্র-ছাত্রীদের হাতে কলমে কৃষির পাঠ শেখাচ্ছেন প্রধান শিক্ষক
আরও পড়ুনঃ North 24 Parganas: শীততাপ নিয়ন্ত্রিত ১১৮০ টি পরিবেশবান্ধব বাস চলবে তিলোত্তমা জুড়ে
এই বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, সার্টিফিকেট বিকৃত করে ওই ছাত্রী অন্যায় করেছে । আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।
Rudra Narayan Roy