TRENDING:

Panchayat Election 2023: নির্বাচনের মাস পেরিয়েছে, পুকুর থেকে ফের উদ্ধার ভোটার কার্ডের বান্ডিল, তোলপাড়

Last Updated:

Panchayat Election 2023: ব্যালটের পর এ বার পুকুর থেকে উদ্ধার ভোটার কার্ডের বান্ডিল, কিভাবে পুকুরে এল, উঠছে প্রশ্ন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোপালনগর: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে গতমাসেই। পঞ্চায়েত ভোটের নিরপেক্ষতা নিয়ে শাসকবিরোধী একাধিক অভিযোগ উঠেছে। জল গড়িয়েছে আদালতেও। পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপার খেয়ে নেওয়া থেকে শুরু করে ব্যালট বাক্সে জল এমন কি পরবর্তীতে পুকুর থেকে উদ্ধার হতে দেখা গিয়েছে ভোটে ব্যবহৃত ব্যালট পেপারও। তবে এ বার ব্যালটের পর ভোটার কার্ডের বান্ডিল উদ্ধার হল পুকুর থেকে।
উদ্ধার হওয়া ভোটার আইডি কার্ড
উদ্ধার হওয়া ভোটার আইডি কার্ড
advertisement

পঞ্চায়েত ভোটের পর বেশ কিছু জায়গায় বিভিন্ন পুকুর জলাশয় থেকে ব্যালট বাক্স ও ব্যালট পেপার উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ তবে এ বার রাস্তার পাশের একটি পুকুরের মধ্য থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার দক্ষিণ সুন্দরপুর গ্রামে।

এ দিন সকালে পুকুরের মালিক নজরুল মণ্ডল মাছ ধরতে নেমেছিলেন জাল দিয়ে। তার জালেই উঠে আছে ভোটার কার্ডের বান্ডিল। ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনা জানাজানি হতেই এলাকায় লোকজন জড় হয়ে যান। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত এসে ওই ভোটার আইডি কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, ওই বান্ডেলটির মধ্যে ১৮টি ভোটার কার্ড ছিল। যার মধ্যে স্থানীয় এবং বিভিন্ন এলাকার মানুষের পরিচয় পত্রও রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

advertisement

View More

আরও পড়ুনঃ শক্তি বাড়িয়ে ফুঁসছে অতি গভীর নিম্নচাপ! কোন কোন জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব! রইল লেটেস্ট আপডেট

বাসিন্দাদের অভিযোগ, যেভাবে এ বার ভোট হয়েছে তাতে ভোটার কার্ডগুলি এই এই রাজনৈতিক দলের লোকজন কোন কাজে ব্যবহার করে পরে পুকুরে ফেলে দিয়ে থাকতে পারে৷ বিষয়টি নিয়ে শাসকবিরোধী উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। কী ভাবে এই ভোটার কার্ডগুলি পুকুরে এল তা নিয়েই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: নির্বাচনের মাস পেরিয়েছে, পুকুর থেকে ফের উদ্ধার ভোটার কার্ডের বান্ডিল, তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল