আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ফের ভাঙন শাসকদলে! বিজেপিতে যোগ একাধিক আদি তৃণমূল নেতার
শুধু তিনি নন তাঁর সঙ্গে আরও প্রায় ২০০ জন সদস্য এদিন শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বলেও জানান জেলা সভাপতি তাপস মিত্র। বিজেপিতে যোগদানের সঙ্গে সঙ্গেই তাঁকে হাবরা দু’নম্বর ব্লকের ১৯ নম্বরের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলের পূর্ববর্তী অবস্থার কথা তুলে ধরে রীতিমতো আক্ষেপ প্রকাশ করতেও দেখা যায় এই নেত্রীকে।
advertisement
আরও পড়ুন: অব্যবহার্য জিনিস দিয়ে বিয়ের কার্ড, ঘর সাজানোর সামগ্রী, বাজিমাত ৭০ বছরের বৃদ্ধর
চারিদিকে যখন দুর্নীতির নানা অভিযোগ উঠছে, শাসকদলের বিরুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে হাবরা ২ ব্লক স্তরে শাসকদলের নেত্রীর এভাবে বিজেপিতে যোগদান রীতিমতো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন জেলা নেতৃত্বরা। আজই শেষ হল মনোনয়ন জমা দেওয়া। নেত্রীর এই দলবদল কতটা ফলপ্রসূ হয়, তা পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পরই জানা যাবে।
Rudra Narayan Roy