Panchayat Elections 2023 : পঞ্চায়েত ভোটের আগে ফের ভাঙন শাসকদলে! বিজেপিতে যোগ একাধিক আদি তৃণমূল নেতার

Last Updated:

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই তৃণমূলে ভাঙন। এবার তৃণমূলের ঘরে থাবা বসালো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দখলে।

+
রাজ্যে

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলবদল

দক্ষিণ দিনাজপুর: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলবদল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত-সহ একাধিক এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় শতাধিক আদি তৃণমূল কংগ্রেস নেতা। ভোটের আগে যা অশনিসংকেত শাসক দলের জন্য।
পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই তৃণমূলে ভাঙন। এবার তৃণমূলের ঘরে থাবা বসালো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দখলে।
advertisement
একদা প্রভাবশালী তৃণমূল নেতা লগিনদাস জেলবন্দি হওয়ার পরেও ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের প্রভাব বহাল ছিল। সেই ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ২০ জন আদি তৃণমূল কংগ্রেস নেতা এইদিন বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী ও চারজন সাধারণ সম্পাদক উপস্থিত হন।
advertisement
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর হাত ধরেই তৃণমূলের এই নেতারা বিজেপিতে যোগদান করেন। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে৷ ভাটপাড়া অঞ্চলে পুরনো তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নতুনরা যোগ্য সম্মান দিচ্ছে না এবং তাঁদের কোন কথাই শুনছেন না নতুন নেতারা। এমনকি গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই অনেকে দলে থেকে কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ অনেকেরই।
advertisement
শাসক দলের নেতাদের দুর্নীতি রুখতে তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে অভিযোগ। এবং বিজেপির দলীয় কর্মসূচি ও উন্নয়নের বিভিন্ন দিক ভেবেই তাঁরা এগিয়ে আসছেন। সেই কারণেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে জানিয়েছেন দলত্যাগী তৃণমূল নেতারা।
advertisement
সুকান্ত মজুমদারের দাবি, এই যোগদানের ফলে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের জয় আরও সুনিশ্চিত হল বিজেপির। আগামী দিনে এরকম বহু মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন বলেই আশা করছেন তিনি।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Panchayat Elections 2023 : পঞ্চায়েত ভোটের আগে ফের ভাঙন শাসকদলে! বিজেপিতে যোগ একাধিক আদি তৃণমূল নেতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement