TRENDING:

Panchayat Election 2023: ব্যালট খাওয়া মহাদেবের বুথে ফের ভোট! এবার আগেই পেট ভরিয়ে খাওয়ানোর প্ল্যান CPM-র

Last Updated:

Panchayat Election 2023: পঞ্চায়েতে ভোট গণনা নিয়ে রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন অভিযোগ উঠলেও সোশ্যাল মিডিয়া সবথেকে চর্চিত বিষয় ব্যালট পেপার চিবিয়ে খাওয়ার ঘটনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ব্যালট খাওয়া মহাদেবের বুথে আবারও হতে চলেছে ভোট। নির্বাচন কমিশন সূত্রে এখন জানা যাচ্ছে তেমনটাই। পঞ্চায়েতে ভোট গণনা নিয়ে রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন অভিযোগ উঠলেও সোশ্যাল মিডিয়া সবথেকে চর্চিত বিষয় ব্যালট পেপার চিবিয়ে খাওয়ার ঘটনা। বিরোধী পক্ষ জিততেই শাসকদলের প্রার্থী ব্যালট পেপার চিবিয়ে খেয়ে রীতিমত খবরের শিরোনামে উঠে আসে অশোকনগর।
advertisement

ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের গণনা চলার সময় বয়স সেকেন্ডারি স্কুলে ঘটে এই ঘটনা। এরপরই স্থগিত হয়ে যায় ভোট গণনা। ফলাফল রয়ে গিয়েছে অমীমাংসিত। এবার সেই বুথেই আবারও পুনর নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন কমিশন। আদালতের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। নির্বাচনের কথা জানার পরই আবারও পুনরায় প্রস্তুতিতে নেমেছেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। তবে এবার শাসকদলের প্রার্থী মহাদেব মাটিকে গণনার দিন গণনা কেন্দ্রে যাবার আগে পেট ভরে খাইয়ে নিয়ে যাবেন বলেও জানান সিপিএমের প্রার্থী।

advertisement

যাতে গণনা কেন্দ্রে আর কোনভাবেই ব্যালট পেপার খেতে না হয় মহাদেবকে বলে কটাক্ষ করেন রবীন্দ্রনাথ মজুমদার। তবে নির্বাচন ঘোষণা হওয়ায় বদনাম ঘোচাতে ময়দানে নেমেছেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটিও। বিরোধীদের এই অপবাদ এখন বড় দায় হয়ে উঠেছে গোটা পরিবারের কাছে। তাই পুনরায় নির্বাচন হলে সব অপবাদই মুছে যাবে বলে জানিয়েছেন তৃণমূলের প্রার্থী মহাদেব মাটি।

advertisement

View More

এদিনও তিনি ব্যালট খাওয়ার বিষয়টিকে তুলে বলেন, এভাবে কখনো কেউ ব্যালট খেতে পারে না। শাসক দল জিতছে দেখে চক্রান্ত করে বিরোধীরা এই অপবাদ দিয়েছে। তবে ব্যালট খেয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী ও কিন্তু সিপিএম প্রার্থীর হয়েই গলা মিলিয়েছেন।

আরও পড়ুন, রাজ্যপাল-বিএসএফ-বিজেপি, ভোট মিটতেই বৈঠক? কী আলোচনা.. তুমুল তোপ কুণালের

advertisement

আরও পড়ুন, ভাঙড়ে পুলিশের উপরে গুলি চালিয়েছে কারা? বিস্ফোরক দাবি নওশাদের! তোলপাড় বাংলা

বিজেপি প্রার্থীও জানান গণনা কেন্দ্রে ব্যালট ছিড়ে খেয়ে নিয়েছে শাসকদলের প্রার্থী মহাদেব। যদিও সম্পর্কের তিনি ওই প্রার্থীরই ছোট ভাই হন। তবে পুনরায় আবারও এই কেন্দ্রে ভোট গ্রহণ হলেই সামনে আসবে কার পাল্লা ভারী। তাই সব পক্ষই আবারও কোমর বেঁধে নেমেছে এই কেন্দ্রে পুনঃনির্বাচনের প্রস্তুতিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: ব্যালট খাওয়া মহাদেবের বুথে ফের ভোট! এবার আগেই পেট ভরিয়ে খাওয়ানোর প্ল্যান CPM-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল