সিকিমে ঘুরতে গিয়ে নিখোঁজ ছেলে, ঘটনার পর থেকে দীর্ঘ সময় কেটে গেলেও কোনওরকম যোগাযোগ করা যাচ্ছে না। তবে কি ঘটল বড় কোনও দুর্ঘটনা! আতঙ্কে চোখে জল নিয়ে কাতর আবেদন ছেলেকে ফিরিয়ে দেওয়ার।
সোদপুর নাটাগর এলাকার যুবক পলাশ দাস পাটনার এক বেসরকারি হাসপাতালে কর্মরত। গত শনিবার বেলঘরিয়ার এক বন্ধুর সঙ্গে সিকিমে ঘুরতে যান পলাশ। প্রাকৃতিক বিপর্যয় নেমে আসার দিন রাতেই শেষ কথা হয়েছিল ছেলের সঙ্গে, ওই শেষ ছেলের গলা শুনেছিলেন মা ফুলমতি দাস। সকালেই খবর পান সিকিমে ঘটেছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। তারপর থেকেই ছেলের সঙ্গে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মা-সহ প্রতিবেশী পরিজনেরা।
advertisement
ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও কোনও খোঁজ মেলেনি ঘুরতে যাওয়া ওই যুবকের। পলাশকে ফোন করলে কোন রকম ফোনে যোগাযোগ করা যাচ্ছে না বলেই জানান পরিবারের লোকজন। পলাশের বাবা পার্থপুর বাজারে সবজি বিক্রি করেন। ছেলের কোনও রকম ভাবে খবর না মেলায় মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তারা। প্রতিবেশীরা পাশে থেকে মানসিক শক্তি বাড়ানোর চেষ্টা করলেও, দীর্ঘ সময় কেটে গেলেও পলাশ কোনভাবেই কেন বাড়ির সঙ্গে যোগাযোগ করছে না! বা আদৌ তিনি সুস্থ শরীরে আছেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে সন্দেহ। ছেলে সুস্থ শরীরে ফিরে আসুক এখন শুধু সেই প্রার্থনাই করছেন পলাশের পরিবার-সহ প্রতিবেশীরা।
Rudra Narayan Roy
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F