রেল সূত্রে খবর মধ্যমগ্রাম স্টেশনে সিগন্য়ালে বাজ পড়ায় পরপর সমস্ত স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর হ্যান্ড সিগনালিংয়ের মাধ্যমে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হয়। রেল সূত্রে খবর ৭:৫০ থেকে ৮:৪০ পর্যন্ত বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। আপাতত ম্য়ানুয়াল সিস্টেম হ্যান্ড সিগন্যাল দেখিয়ে ট্রেন চালানোর চেষ্টা চলছে। অন্যদিকে বামনগাছি স্টেশনে রেল লাইনের উপর জল জমে থাকায় সেখানেও ট্রেন চলাচলের সমস্যা শুরু হয়েছে। সাড়ে নটার পর থেকে হ্যান্ড সিগন্য়ালের মাধ্যমে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে রেল আধিকারিকরা।
advertisement
অন্যদিকে মধ্যমগ্রাম স্টেশনে যেখানে সিগন্যালের উপর বাজ পড়েছে বলে মনে করা হচ্ছে, সেগুলোও রেল ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছে। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে অফিস যাত্রী থেকে নিত্যযাত্রীরা।
জিয়াউল আলম