দশ বছরেরও বেশি বাসের ড্রাইভারি করে জীবন কাটিয়েছেন, বড় করেছেন ছেলে ও মেয়েকে। তবে বয়স ও চোখের সমস্যার জন্য ড্রাইভারি ছেড়ে দিয়ে, টোটো চালিয়ে কোনওমতে সংসারের হাল ধরে রেখেছিলেন বৃদ্ধ বিমলবাবু । দীর্ঘদিন ধরেই চোখের সমস্যা, নার্ভের সমস্যায় ভুগছেন এই বৃদ্ধ। দারিদ্রতা দূর করার আশায় দীর্ঘদিন ধরে টিকিট কাটতেন বলে জানান তিনি।
advertisement
আরও পড়ুন– বরফ পড়ছে না তাই মন খারাপ, আসব না অফিসে… মহিলা কর্মীর ছুটি মঞ্জুর করে ভাইরাল বস !
গতকাল, সোমবার সন্ধ্যার খেলার টিকিট মেলাতেই দেখেন তার ঝুলিতে এসেছে এক কোটি টাকার পুরষ্কার। এখন তাঁর ইচ্ছা চিকিৎসার পাশাপাশি এই টাকা দিয়ে একটি পাকা বাড়ি করবেন পরিবারের জন্য। আর বাকি টাকা ছেলে মেয়েদের ভবিষ্যৎ এর জন্য রেখে দেবেন টোটো চালক বিমল বিশ্বাস। ভাগ্য বদলাতেই অভাবের সংসারে ফুটল হাসি।
advertisement
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
January 24, 2024 2:57 PM IST