এরপরই তিনি ধারালো অস্ত্র নিয়ে এসে কোপ দেন গরুটিকে। তাতেই ক্ষান্ত না হয়ে, শাস্তি স্বরূপ কেটে দেওয়া হয় বাছুরটির লেজও। প্রতিবাদ করতে আসলে হুমকি দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদেরও বলে অভিযোগ। গরু খুঁজতে বেরিয়ে রাজা পারুই দেখেন তার গরুর পা এর উপরের অংশ দিয়ে রক্ত পড়ছে এবং বাছুরটি লেজ কাটা। ঘটনা জানাজানি হতেই এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।
advertisement
আরও পড়ুন: সারাদিন মদ খেয়ে পড়ে থাকে মা! নেশার টাকার জন্য চার সন্তানের সঙ্গে ভয়াবহ কাণ্ড ঘটাল মা!
লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হাবরা থানায়। অভিযোগের ভিত্তিতে গোপাল নট্ট কে আটক করেছে হাবরা থানার পুলিশ। চরম এই অমানবিকতার ছবি উঠে আসতেই দোষীর কঠোর সাজা চাইছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই এই ঘটনাটিকে নিয়ে সোচ্চার হয়েছেন স্থানীয় পশু প্রেমীরাও। এলাকায় তাকে বদমেজাজি বলেই অনেকে দাবি করেন। কথায় কথায় মানুষের সঙ্গে ঝগড়া বাধে এই ব্যক্তির। এদিন তাকে আদালতে পেশ করা হয়।
রুদ্র নারায়ন রায়