TRENDING:

North24Parganas News: ধান খাওয়াই কাল হল গরু ও বাছুরের! ভয়াবহ শাস্তি জুটল দুই অবলা জীবের!

Last Updated:

North24Parganas News: ধান খাওয়ার দোষে চরম অমানবিক কাজ করল জমির মালিক! দুই অবলা প্রাণীর চরম দশা করল। নিন্দার ঝড় এলকায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা:আবারো চরম অমানবিকতার ছবি ধরা পড়ল হাবরায়।  ধান খেয়ে নেওয়ার সাজা হিসেবে কেটে দেওয়া হল বাছুরের লেজ। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হল গরুটিকেও। ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর হাবরা এলাকার টাওয়ারের মাঠে বাধা ছিল দুটি গরু। এরপরই খুঁটিতে বেঁধে রাখা রাজা পারুইয়ের গরু দুটি, দড়ি আলগা হয়ে বেরিয়ে চলে যায় স্থানীয় সর্দারপাড়া এলাকায়। সেখানে গিয়ে রাস্তার ধারে লাগানো ধান খেতে নেমে যায় বাছুর সহ গরুটি। ধান খেতে এরকম পরিস্থিতি দেখতে পেয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় ওই ধানের জমির মালিক গোপাল নট্য।
advertisement

এরপরই তিনি ধারালো অস্ত্র নিয়ে এসে কোপ দেন গরুটিকে। তাতেই ক্ষান্ত না হয়ে, শাস্তি স্বরূপ কেটে দেওয়া হয় বাছুরটির লেজও। প্রতিবাদ করতে আসলে হুমকি দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদেরও বলে অভিযোগ। গরু খুঁজতে বেরিয়ে রাজা পারুই দেখেন তার গরুর পা এর উপরের অংশ দিয়ে রক্ত পড়ছে এবং বাছুরটি লেজ কাটা। ঘটনা জানাজানি হতেই এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।

advertisement

আরও পড়ুন: সারাদিন মদ খেয়ে পড়ে থাকে মা! নেশার টাকার জন্য চার সন্তানের সঙ্গে ভয়াবহ কাণ্ড ঘটাল মা!

লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হাবরা থানায়। অভিযোগের ভিত্তিতে গোপাল নট্ট কে আটক করেছে হাবরা থানার পুলিশ। চরম এই অমানবিকতার ছবি উঠে আসতেই দোষীর কঠোর সাজা চাইছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই এই ঘটনাটিকে নিয়ে সোচ্চার হয়েছেন স্থানীয় পশু প্রেমীরাও। এলাকায় তাকে বদমেজাজি বলেই অনেকে দাবি করেন। কথায় কথায় মানুষের সঙ্গে ঝগড়া বাধে এই ব্যক্তির। এদিন তাকে আদালতে পেশ করা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North24Parganas News: ধান খাওয়াই কাল হল গরু ও বাছুরের! ভয়াবহ শাস্তি জুটল দুই অবলা জীবের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল