Jalpaiguri News: সারাদিন মদ খেয়ে পড়ে থাকে মা! নেশার টাকার জন্য চার সন্তানের সঙ্গে ভয়াবহ কাণ্ড ঘটাল মা!

Last Updated:

Jalpaiguri News: দিনের বেলা হোক বা রাত, সারাক্ষণ মদেই ডুবে থাকে মা। এদিকে কোলের সন্তানরা দু'বেলা ঠিক করে খেতেও পায় না! বাবা ভিনরাজ্যে! এই সুযোগে নিজের চার ছেলে-মেয়ের সঙ্গে ভয়াবহ কাণ্ড ঘটাল মা! এও সম্ভব!

আটক মহিলা
আটক মহিলা
#জলপাইগুড়ি: মা দিনেও মদের নেশায় চুর থাকে বাবা ভিন রাজ্যে। সংসারের আর্থিক অনটন, এমন মায়ের বিরুদ্ধে উঠল সন্তান বিক্রির অভিযোগ । নেশা করে দুই শিশুকে পাটনাতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ এলাকার বাসিন্দাদের। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি এলাকায়। বাসিন্দাদের অভিযোগ দুই শিশুকে নিয়ে বাইরে চলে যাচ্ছে মা। বাচ্চারা যেতে না চাইলেও বলপূর্বক নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল।
আইসিডিএস সেন্টারের কর্মী ও স্থানীয়দের চেষ্টায় বাচ্চাদের উদ্ধার করা হয়। বেশ কয়েক মাস পর হঠাৎ করে বাচ্চার মা এসে বাইরে নিয়ে যাবে শুনে বিক্ষোভে ফেটে পড়ে। বাসিন্দাদের অভিযোগ এই শিশুদের বাইরে নিয়ে গিয়ে বিক্রি করার প্ল্যান মদ্যপ মায়ের। এই শিশুদের সুরক্ষার স্বার্থে জলপাইগুড়ি চাইল্ড লাইনে খবর দেওয়া হয়।
advertisement
advertisement
এলাকার বাসিন্দাদের অভিযোগ বহুদিন থেকে ছিল না তাদের মা। বাচ্চাগুলোকে ছেড়ে চলে গিয়েছিল পাটনায় কাজে।গত তিন মাস পর আজ আসলো বাড়িতে। আসার পরই সেই বাচ্চা গুলোকে খোঁজা শুরু করছে ,মাকে দেখে বাচ্চাগুলো ভয়ে সরে যাচ্ছিল খুঁজে নিয়ে আসে সেই বাচ্চাগুলোকে রেডি করে পাটনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তার মাকে জিজ্ঞাসা করলে জানা যায় পাটনায় তাদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই বাচ্চা গুলোর বয়স কোনটা সাত, কোনোটা দশ আবার কারও ১৪ বছর ।
advertisement
সুরজিত দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সারাদিন মদ খেয়ে পড়ে থাকে মা! নেশার টাকার জন্য চার সন্তানের সঙ্গে ভয়াবহ কাণ্ড ঘটাল মা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement