রাস্তার মাঝে মুহূর্তেই শাড়ি জোগাড় করে নিয়ে এসে, ঘিরে দেওয়া হয় টোটো-টিকে। স্থানীয় মহিলারসহ এলাকারই এক কোয়াক ডাক্তারের সহযোগিতায় অবশেষে টোটো তেই জন্মগ্রহণ করে নবজাতক। এরপরই নবজাতককে উলুধ্বনি দিয়ে বরণ করে নেন স্থানীয় মহিলারা। আশীর্বাদ স্বরূপ বাবা মার হাতে কেউ তুলে দিলেন তোয়ালে, আবার কেউ তুলে দিলেন টাকা। ঘটনা প্রসঙ্গে টোটো চালক শরিফুল হক জানান, ব্যথা উঠেছে বুঝতে পেরেই টোটো থামিয়ে দিই।
advertisement
আরও পড়ুন: রূপের রানি শুভশ্রী! সবুজের ছোঁয়ায় শাড়িতে মোহময়ী! ঝরছে মাদকতা! ভাইরাল
আশপাশের মহিলাদের ডাকাডাকি করতে গিয়ে, ওনারা ছুটে এসে খুবই সহযোগিতা করেছেন। তবে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে পেরে নিজেরও খুব ভালো লাগছে। এলাকার এক স্থানীয় মহিলা জানান, এভাবে একজন মায়ের পাশে দাঁড়াতে পেরে নিজেকে মা হিসাবে গর্ব হচ্ছে। নবজাতক ওই শিশুর বাবা-মাকে বলেছি ছেলে বড় হলে তাকে জন্মস্থান ঘুরিয়ে নিয়ে যেও। মা সহ সন্তান সুস্থ থাকায় আমরাও সকলে খুশি। এরপরই ওই টোটোতে করেই নবজাতক ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন দম্পতি। ওই দম্পতির একটি মেয়েও আছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় স্থানীয় কাঠালতলা এলাকার মানুষজনকেও ধন্যবাদ দিতে ভোলেননি সদ্যোজাত শিশুর মা বাবা।
রুদ্র নারায়ণ রায়