তবে এ বার, কলেজ ও স্কুল পড়ুয়াদের এক অভিনব উদ্যোগ রীতিমতো সাড়া ফেলে দিল জেলায়। নিজেদের জমানো হাত খরচের টাকায় উৎসবের আনন্দকে সবার মধ্যে ভাগ করে নিতে প্রায় ৩০০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া দুঃস্থ শিশুদের হাতে তুলে দিলেন পুজোর নতুন পোশাক। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এক অনবদ্য অনুষ্ঠানের আয়োজন করেন।
advertisement
আরও পড়ুন : বিদ্যালয় তৈরি করার জন্য নিজের পৈতৃক জমি নিঃশর্তে দান করলেন নদিয়ার বাসিন্দা
এদিন হাবড়া দেশবন্ধু ক্লাবের মাঠে পুজোর উপহার পেতে হাজির হয়েছিলেন প্রায় ৩০০ জন দুঃস্থ কচিকাঁচারা। আগমনীর আলোর মধ্যে দিয়ে কচিকাঁচাদের হাতে পুজোর উপহার তুলে দিলেন স্কুল ও কলেজ পড়ুয়ারা। সংগঠনের তরফ থেকে সন্তু ঘোষ জানান, " পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে আমাদের এই উদ্যোগ। তাই নিজেদের হাত খরচ থেকে বাঁচানো টাকা দিয়ে আমরা শিশুদের আনন্দের জন্য তাদের হাতে পূজোর উপহার তুলে দিতে পেরে আনন্দিত। পুজো সবার, আনন্দও সকলের।"
আরও পড়ুন : স্বামীর মৃত্যুর পর অকূল পাথারে, চপ ভেজে শিশুসন্তানকে বড় করছেন দশভুজা অনিতা
সংগঠনের আরেক সদস্য অরিজিৎ সাহা জানান, " উপহার পেয়ে ছোট ছোট কচিকাঁচাদের মুখের হাসিতেই যেন এক অন্য আনন্দের অনুভূতি হল আমাদের। পুজোয় শৈশবের আনন্দের কথা মনে করিয়ে দিল। পুজোর দিনগুলি যাতে ওদের পুরনো একঘেয়ে জীবন থেকে অন্যভাবে কাটে তারও চেষ্টা করা হচ্ছে আমাদের মত ছাত্র-ছাত্রীদের তরফ থেকে। উপহার পেয়ে খুশি কচিকাঁচারাও পাশাপাশি এলাকাবাসীরাও ছাত্র-ছাত্রীদের এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।"