গানের তালে তালে যোগব্যায়ামের মাধ্যমেই চলল নাচ। আর তাতে অংশ নিলেন ১২-১৩ বছরের শিশু থেকে শুরু করে ৭৫ বছরের বয়সী বৃদ্ধাও। প্রায় ১০০ জন সদস্যের উপস্থিতিতে এদিন কেক কেটে উদযাপন করা হল সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১৮ সালে হাতেগোনা কয়েকজনকে নিয়ে এই যোগ চর্চা কেন্দ্রের সূচনা হলেও আজ তা অনেকাংশেই বৃহৎ হয়েছে বলে দাবি প্রাণায়াম শিবিরের এই সংস্থার।
advertisement
বাবা রামদেবের যোগচর্চায় অনুপ্রাণিত হয়ে সূচনা হয়েছিল এই শিবিরের। বিনামূল্যে এলাকার মহিলারা ভোরবেলায় এই প্রাণায়াম শিবিরে এসে যোগ সাধনার মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে করেন ব্যায়াম। এদিনের অনুষ্ঠানেও এলাকার মহিলাদের উপস্থিতি ছিল বিশেষ চোখে পড়ার মতো।
আরও পড়ুন – Birbhum news: অনুব্রত কন্যা তাঁর বান্ধবী! তিহার সংশোধনাগারে দেখা করে দারুণ মন খারাপ সুতপার
সংস্থার জন্মদিন পালন করতে তাই আনা হয়েছিল কেক। সংস্থার সকল সদস্য মিলে আনন্দ উৎসবের মধ্যেই দিনটি পালন করলেন তারা। গানের তালে তালে এভাবে যোগ ব্যায়ামের মাধ্যমে নাচ উপভোগ করলেন সকলেই পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়ামের গুরুত্ব সম্বন্ধে বিশদে জানানো হয় এদিনের অনুষ্ঠানে। সংস্থার সদস্যরা ছাড়াও অশোকনগরের নানা প্রান্তের মানুষ এদিন এই অনুষ্ঠানে দেখতেও উপস্থিত হন।
Rudra Narayan Roy