TRENDING:

North 24 Parganas News: যোগাকেন্দ্রের জন্মদিনে, কেক কাটা, তারপর হিন্দি গানের তালে ব্যায়াম

Last Updated:

North 24 Parganas News: কেক কেটে, হিন্দি গানে যোগব্যায়াম, এভাবে জন্মদিনে নাচলেন মহিলারা, সংস্থার জন্মদিন পালন করতে তাই আনা হয়েছিল কেক। সংস্থার সকল সদস্য মিলে আনন্দ উৎসবের মধ্যেই দিনটি পালন করলেন তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: যোগের মাধ্যমেই মিলে রোগ মুক্তি। আর তাই এদিন এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল অশোকনগর এপিএ প্রাণায়াম শিবিরে। জন্মদিনের অনুষ্ঠানে ওই হুল্লোড়ের পাশাপাশি আমরা সাধারণত নাচ গান দেখে থাকলেও, এদিন যেন এক অন্যরকম অনুষ্ঠান হল অশোকনগর পৌরসভার এপিএ ক্লাবের মাঠে। ফোক থেকে হিন্দি গানের তালে যোগব্যায়ামের মাধ্যমে সংস্থার জন্মদিন পালন করলেন সকল সদস্য।
কেক কেটে, হিন্দি গানে যোগব্যায়াম, এভাবে জন্মদিনে নাচলেন মহিলারা
কেক কেটে, হিন্দি গানে যোগব্যায়াম, এভাবে জন্মদিনে নাচলেন মহিলারা
advertisement

গানের তালে তালে যোগব্যায়ামের মাধ্যমেই চলল নাচ। আর তাতে অংশ নিলেন ১২-১৩ বছরের শিশু থেকে শুরু করে ৭৫ বছরের বয়সী বৃদ্ধাও। প্রায় ১০০ জন সদস্যের উপস্থিতিতে এদিন কেক কেটে উদযাপন করা হল সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১৮ সালে হাতেগোনা কয়েকজনকে নিয়ে এই যোগ চর্চা কেন্দ্রের সূচনা হলেও আজ তা অনেকাংশেই বৃহৎ হয়েছে বলে দাবি প্রাণায়াম শিবিরের এই সংস্থার।

advertisement

বাবা রামদেবের যোগচর্চায় অনুপ্রাণিত হয়ে সূচনা হয়েছিল এই শিবিরের। বিনামূল্যে এলাকার মহিলারা ভোরবেলায় এই প্রাণায়াম শিবিরে এসে যোগ সাধনার মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে করেন ব্যায়াম। এদিনের অনুষ্ঠানেও এলাকার মহিলাদের উপস্থিতি ছিল বিশেষ চোখে পড়ার মতো।

View More

আরও পড়ুন –  Birbhum news: অনুব্রত কন্যা তাঁর বান্ধবী! তিহার সংশোধনাগারে দেখা করে দারুণ মন খারাপ সুতপার

advertisement

সংস্থার জন্মদিন পালন করতে তাই আনা হয়েছিল কেক। সংস্থার সকল সদস্য মিলে আনন্দ উৎসবের মধ্যেই দিনটি পালন করলেন তারা। গানের তালে তালে এভাবে যোগ ব্যায়ামের মাধ্যমে নাচ উপভোগ করলেন সকলেই পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়ামের গুরুত্ব সম্বন্ধে বিশদে জানানো হয় এদিনের অনুষ্ঠানে। সংস্থার সদস্যরা ছাড়াও অশোকনগরের নানা প্রান্তের মানুষ এদিন এই অনুষ্ঠানে দেখতেও উপস্থিত হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোকেও টেক্কা দেয় 'কালী গ্রামে'র কালীপুজো! বাড়ি বসেই দেখুন বিসর্জনের আয়োজন
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: যোগাকেন্দ্রের জন্মদিনে, কেক কাটা, তারপর হিন্দি গানের তালে ব্যায়াম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল