TRENDING:

দুর্গাপুজোকেও টেক্কা দেয় 'কালী গ্রামে'র কালীপুজো! বিসর্জনে আতশবাজি প্রদর্শনী, মেলা... আরও কত কী! বাড়ি বসেই দেখুন আয়োজন

Last Updated:

Kali Puja 2025: এই গ্রাম শক্তিপুজোর জন্য প্রসিদ্ধ। প্রতি বছর এখানে কালীপুজো ঘিরে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। পুজোর সময় আশেপাশের গ্রামগুলি ছাড়াও বাইরে থেকে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কান্দি, কৌশিক অধিকারীঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে কালীপুজো অন্যতম। কালীপুজোর প্রতিমা নিরঞ্জনে এই বছর আতশবাজি প্রদর্শনী করা হল। তা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। ‘কালী গ্রাম’ হিসেবে পরিচিত কান্দি ব্লকের অন্তর্গত গোকর্ণ গ্রামে মোট ৪৮টি কালীপুজো হয় বলে জানা যায়। এবার প্রায় ৪০টির বেশি প্রতিমা নিরঞ্জন করা হল।
advertisement

বর্তমানে এই গ্রামে প্রায় ৪ হাজার মানুষের বসবাস। মুর্শিদাবাদের এই গ্রাম শক্তিপুজোর জন্য প্রসিদ্ধ। প্রতি বছর এই গ্রামে কালীপুজো ঘিরে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। পুজোর সময় আশেপাশের গ্রামগুলি ছাড়াও বাইরে থেকে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে। এখানে জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে যে উন্মাদনা থাকে তা জেলার অন্য কোনও মহকুমায় দেখা যায় না।

advertisement

আরও পড়ুনঃ সাবধান! আপনি কি গুজব ছড়িয়ে থাকেন? এই জেলায় যা হল তাতে চমকে উঠবেন আপনিও

এক সময় এই গ্রামে ৮০-৯০টি কালীপুজো হত। বর্তমানে কমে গিয়ে এখন ৪৮টি মতো পুজো হয় বলে জানা যায়। তাই এই গ্রামটিকে ‘কালীক্ষেত্র’ বলা হয়। সমগ্র মুর্শিদাবাদ জেলার আর কোথাও এমন ধুমধাম চোখে পড়ে না। এখানে দুর্গাপুজোর থেকে কালীপুজোয় বেশি জৌলুস দেখা যায়। বেশিরভাগ পুজো কমিটির বাজেট লক্ষাধিক টাকারও বেশি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

প্রাচীন বড় রায় কালী, ছোট কালীবাড়ির কালী, গঙ্গাময়ী, বেনে কালী কৌলিক পুজো বলে পরিচিত। কালীপুজোকে ঘিরে বিসর্জনের দিন গোকর্ণ হাইস্কুল চত্বরে বিশাল মেলা বসে। আতশবাজি প্রদর্শনী দেখার জন্য এলাকায় লক্ষাধিক মানুষ ভিড় করেছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়েই চলে প্রতিমা নিরঞ্জন পর্ব। মধ্যরাত পর্যন্ত চলে এই আতশবাজি প্রদর্শনী। পাশাপাশি কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুজোকেও টেক্কা দেয় 'কালী গ্রামে'র কালীপুজো! বিসর্জনে আতশবাজি প্রদর্শনী, মেলা... আরও কত কী! বাড়ি বসেই দেখুন আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল