TRENDING:

Abhishek Banerjee at Boro Maa Mandir: ‘ধর্ম যার যার বড়মা সবার’, অমাবস্যা শেষের আগেই বড়মার মন্দিরে অভিষেক, পুজো শেষে নিজে হাতে করলেন আরতি, দেখুন ছবিতে

Last Updated:
Abhishek Banerjee at Boro Maa Mandir: নৈহাটির বড়মা কালীর পুজোয় হাজির তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে নৈহাটির অরবিন্দ রোডে বড়মা কালীর পুজো মণ্ডপে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
1/7
‘ধর্ম যার যার বড়মা সবার’, অমাবস্যা শেষের আগেই বড়মার মন্দিরে অভিষেক, পুজো শেষে করলেন আরতি
*নৈহাটি, রুদ্র নারায়ণ রায়: নৈহাটির বড়মা কালীর পুজোয় হাজির তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে নৈহাটির অরবিন্দ রোডে বড়মা কালীর পুজো মণ্ডপে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/7
*এদিন সুউচ্চ বড়মা কালীর মূর্তির সামনে গিয়ে বসে পুজো দেন তিনি। মোমবাতি ও ধূপকাঠি দিয়ে করেন আরতী।
advertisement
3/7
*অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনদ দে এবং অন্যান্য তৃণমূল নেতৃত্বের অনেকে।
advertisement
4/7
*বড় মায়ের অরবিন্দ রোডের পুজো মণ্ডপে পুজো দেওয়ার পর অভিষেক যান নৈহাটি বড়মা কালীর মন্দিরে। সেখানে কষ্টিপাথরের মূর্তির সামনে বসে তিনি পুজো ও অঞ্জলি দেন।
advertisement
5/7
*এদিন পাঞ্জাবি পরে পুজো মণ্ডপে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে সাধারণ দর্শকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। অভিষেককে এক ঝলক দেখার জন্যই ভিড় জমে যায় মণ্ডপ চত্বরে। নিরাপত্তার খাতিরে এদিন গোটা এলাকায় ছিল কড়া পুলিশি নজরদারি।
advertisement
6/7
*অভিষেকের হাতে ছোট আকারের একটি বড়মা কালীর মূর্তি স্মারক হিসেবে তুলে দেন মন্দির কমিটির সদস্যরা। মায়ের আশীর্বাদ নিয়েই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে যান তৃণমূলের এই শীর্ষ নেতা।
advertisement
7/7
*অভিষেক পুজো দিয়ে বলেন, "কালীপুজোর এই শুভক্ষণে, নৈহাটির শ্রী শ্রী বড়মার পবিত্র স্থানে উপস্থিত ছিলাম। আমি অন্তরের ভক্তি-শ্রদ্ধা দিয়ে বড়মাকে পুজো নিবেদন করলাম। তাঁর আশ্চর্য অলৌকিক শক্তি সমগ্র বাংলা তথা দেশের সাধারণ মানুষকে সংকট পরিস্থিতি এবং দুঃখ-কষ্ট থেকে মুক্ত করে। সকল ধর্মের মানুষের প্রতি মায়ের করুণা, আশীর্বাদ সদা বিরাজমান। আদ্যাশক্তি মায়ের আগমনে আলোকোজ্জ্বল হয়ে উঠেছে বাংলার নগর থেকে গ্রামাঞ্চল। মায়ের পুন্যাশিসে বঙ্গবাসীর জীবনে সঞ্চারিত হোক নতুন আশার আলো। প্রদীপের আলোয় অন্ধকার বিলীন হয়ে, উদ্ভাসিত হোক বাংলার সকল মানুষের হৃদয়। রাজ্য তথা দেশের সকল মানুষের শুভকামনার লক্ষ্যে, শ্রী শ্রী বড়মার কাছে আমার এই প্রার্থনা যে, সকল দ্বেষ-গ্লানি, অপশক্তি থেকে মুক্ত হোক এই বাংলার পুণ্যভূমি। উৎসবের মুহূর্তগুলো সকলের সুন্দর কাটুক। রাজ্যবাসীকে জানাই কালীপুজো ও শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। এরই সাথে জানাই ভাইফোঁটা, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজোর আগাম শুভকামনা।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee at Boro Maa Mandir: ‘ধর্ম যার যার বড়মা সবার’, অমাবস্যা শেষের আগেই বড়মার মন্দিরে অভিষেক, পুজো শেষে নিজে হাতে করলেন আরতি, দেখুন ছবিতে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল