মহিলাদের সোনার চেন চুরি করার ঘটনা সিসিটিভি বন্দি হয়। পরে সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে যায় ভিডিও। মহিলাদের দেখে একবারের জন্যও সন্দেহ হয়নি ওই সোনার দোকানের কারোর। এরপরই পুলিশের দ্বারস্থ হন দোকান মালিক সিসিটিভির ছবি দেখে সনাক্ত করে দুই মহিলাকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ।
আরও পড়ুন: দাম দিয়ে নকল মদ কিনছেন না তো? দীপাবলির আগেই পুলিশের হাতে ১০ লক্ষ টাকার নকল মদ!
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, দুই মহিলার বাড়ি দেগঙ্গা থানা এলাকায়। ধৃত দুই মহিলা বছর ৫৫ গোলাপি দাস ও তাপসী দাস এর বয়স ৩২। চুরির ঘটনার পর থেকেই স্বাভাবিক জীবন যাপন করছিলেন দুই মহিলা। তাদের ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাও তারা জানতে পারেননি। বাড়িতে পুলিশ পৌঁছাতেই হুশ ফিরে। তবে এ ধরনের ঘটনা আগেও আরো কয়েকবার করে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। গোটা ঘটনায় দুই অভিযুক্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের চুরির বিষয়ে বিশদে জানার চেষ্টা চালাচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করায় খুশি দোকান মালিক।
রুদ্র নারায়ন রায়