Siliguri News :দাম দিয়ে নকল মদ কিনছেন না তো? দীপাবলির আগেই পুলিশের হাতে ১০ লক্ষ টাকার নকল মদ!

Last Updated:

Siliguri News: দোকান থেকে প্রচুর দাম দিয়ে যে মদ কিনছেন, তা আসল তো? নাকি নামি মদের আড়ালে নকল মদ খাচ্ছেন? শিলিগুড়ির ঘটনা জানলে অবাক হবেন!

+
দীপাবলির

দীপাবলির আগে ১০লক্ষ টাকার নকল মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করল আবগারি দফতর

#ফাঁসিদেওয়া : দীপাবলির আগে ১০লক্ষ টাকার নকল মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করল আবগারি দফতর। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার ডাঙ্গাপাড়ার কাজিগছ এলাকায় মঙ্গলবার ভোররাতে অভিযান চালায় শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি ও বাগডোগরার আবগারি দফতরের যৌথ টিম।
নকল মদ তৈরির কারখানায় হানা। আকস্মিক অভিযানে উদ্ধার প্রচুর পরিমাণে নকল মদ। এদিন হঠাৎ মদ তৈরির কারখানায় হানা দেয় আবগারি দফতর। সন্ধান মেলে প্রচুর পরিমাণে নকল মদের। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় নকল মদ তৈরির সরঞ্জাম। আবগারি সূত্রে খবর নকল মদ তৈরির কারখানার তৈরি করে বিহার পাচার করার ছক কষা হচ্ছিল।
advertisement
সাধারণত নকল মদ অবিকল দেশি বা বিদেশি মদের মত হয়। ঝাঁজ ও গন্ধে মনে হতেই পারে কোনও নামী কোম্পানির দিশি বা বিলিতি মদ। বোতলের মান থেকে শুরু করে লেবেল, ছিপি সবই হুবহু নামকরা ব্র্যান্ডের মতো। আসল-নকলের তফাত বুঝতে গিয়ে হিমসিম খেতে হয় আবগারি দফতরের কর্তাদেরও। সাধারণত সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় এই নকল মদের রমরমা কারবার চলে।
advertisement
advertisement
ঘটনাস্থল থেকে ২০০০ লিটার নকল, ৫০০ লিটার স্প্রিট ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। তবে আবগারি দফতরের আগেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে অবৈধ মদের কারবারীরা। ঘটনায় কারা জড়িত রয়েছেন তা তদন্তে নেমেছে আবগারি দফতর। বাগডোগরা আবগারি দফতরের ওসি অঙ্কুর রায় জানান, বিহারের পাচারের ছক করার আগে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার করা হয়েছে। তবে আপাতত কেউ গ্রেফতার না হলেও ঘটনায় কারা জড়িত তা তদন্ত শুরু করা হয়েছে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News :দাম দিয়ে নকল মদ কিনছেন না তো? দীপাবলির আগেই পুলিশের হাতে ১০ লক্ষ টাকার নকল মদ!
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement