ভিড় ঠেলে একবার কামনা সাগরে স্নান করতে পারলেই মনে তৃপ্তি আসে বলে জানিয়েছেন মতুয়াভক্তরা। তাঁদের বিশ্বাস হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পদধূলি রয়েছে এই ঠাকুরবাড়িত। আর ঠাকুরবাড়ির এই কামনা সাগরের জলে রয়েছে অনেক মাহাত্ম্য। তাই কামনা সাগরে স্নান বড় পূণ্যের। তাই তো প্রতিবছর দল বেঁধে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মতুয়া ভক্তরা।
advertisement
ঠাকুরবাড়ি সূত্রে জানা যায়, এ বছর মেলায় ভিড় হয়েছে কয়েক লক্ষ মানুষের। এখনও চলছে মেলা। এবছর মতুয়া মহামেলায় বীরভূম থেকে আসা এক মতুয়া ভক্ত জানালেন, কামনা সাগরের জলে স্নান করলে বা পান করলে সমস্ত ব্যাধি দূর হয়। তাঁদের বিশ্বাস, কামনা সাগরে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে স্নান করলে মনোবাসনা পূরণ হয়।
আরও পড়ুন,'এটাই নতুন ভারত!' রাহুল শাস্তি পেতেই মুখ খুললেন মমতা, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা
আরও পড়ুন, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ, জানিয়ে দিল লোকসভার সচিবালয়
কামনা সাগরের জলের মাহাত্ম্য নিয়ে আরেক মতুয়া ভক্ত জানালেন, শুধু স্নান নয়। তাঁরা এই জল বাড়ি নিয়ে যান। সারাবছর সংরক্ষণ করে রাখেন। যে কোনও শুভ অনুষ্ঠানে তাঁরা এই কামনা সাগরের জল ব্যবহার করে থাকেন। এমনকী শরীরে কোন রোগ-ব্যধির প্রকোপ দেখা দিলে এই জল বিশ্বাস নিয়ে পান করলে সেরে যায় তাঁদের ব্যাধি।
Rudra Narayan Roy