তাই রাস্তায় গাড়ির মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছার ফুল গ্রহণ করেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রদের কাছ থেকে। আর তার পরই এদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে বড়দিনের উপহার পেলেন ছাত্র সহ শিক্ষক শিক্ষিকারা।
প্রায় ৪০০ জন ছাত্র সহ শিক্ষক শিক্ষিকাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চকলেট কেক ফুল মিষ্টি উপহার নিয়ে হাজির হলেন প্রশাসনিক কর্তারা। জানা যায়, মুখ্যমন্ত্রী বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাস কে নির্দেশ দেন। সেই মত অতিরিক্ত পুলিশ সুপার সহ টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যানরা শুক্রবার নির্ধারিত স্কুল টাইমে স্কুলগেটে ঢোকার মুখে প্রায় ৪০০ ছাত্রদের হাতে মুখ্যমন্ত্রী দেওয়া উপহার তুলে দিলেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে রীতিমতো খুশি ছাত্র শিক্ষকরাও।
advertisement
রুদ্র নারায়ন রায়